For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শতবর্ষ পর মহারাষ্ট্রের সমুদ্র উপকূলে দেখা মিলল নীল তিমির

  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ২১ মে : ১৯১৪ সালে শেষবার বিশ্বের বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী নীল তিমির খোঁজ মিলেছিল মহারাষ্ট্রের উপকূলে। এরপর গত একশো বছর অধরাই ছিল তারা।

এতদিন পর হঠাৎ করেই ফের মহারাষ্ট্রের উপকূলের একদম কাছে দেখা গিয়েছে একজোড়া নীল তিমি। ঘটনার আগ্রহ তৈরি হয়েছে পরিবেশ বিজ্ঞানীদের মধ্যেও।

শতবর্ষ পর মহারাষ্ট্রের সমুদ্র উপকূলে দেখা মিলল নীল তিমির


জানা গিয়েছে, গত মার্চ মাস থেকেই মে মাস পর্যন্ত বেশ কয়েকদফায় এদের দেখা মিলেছে, এবং তা উপকূলের একদম কাছে। মহারাষ্ট্রের কুনকেশ্বরের উপকূল থেকে ২.৭ কিলোমিটার দূরে সমুদ্রের ১৬ মিটার গভীরে প্রথমবার মা ও বাচ্চা তিমিটিকে দেখা গিয়েছে গত ২৮ মার্চ।

এরপর এপ্রিলের ১১, ১৬, ৩০ তারিখ ও মে মাসের ৬ তারিখ ফের নীল তিমির দেখা মিলেছে। জানা গিয়েছে, গত ছয় মাস ধরেই ভারতের সঙ্গে মিলে একযোগে জাতিপুঞ্জের একটি দল সিন্ধুদুর্গ উপকূলে কাজ করছিল। সেই দলের গবেষকরাই নীল তিমির গতিবিধি পর্যবেক্ষণ করেন।

তথ্য বলছে সারা বিশ্বে প্রায় ১০ হাজারের মতো নীল তিমি বেঁচে রয়েছে। বিশ্বের সবচেয়ে বড় জলজ স্তন্যপায়ী প্রাণীটি খুব প্রয়োজন না পড়লে উপকূলের এত কাছে সচরাচর আসে না। বিজ্ঞানীরা জানাচ্ছেন, বিশ্ব উষ্ণায়ন বা সমুদ্রে কোনও পরিবর্তনের ফলে এমন ঘটনা ঘটেছে কিনা তা গবেষণা করে দেখা হবে বলে জানিয়েছেন গবেষক দলের সদস্যরা।

English summary
After 100 years, Blue whale returns to Maharashtra waters
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X