For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেঘালয়ে প্রত্যাহার করা হচ্ছে আফস্পা, অরুণাচলে থাকছে আট থানায়

অবেশেষে গোটা মেঘালয় রাজ্য থেকেই তুলে নেওয়া হয়েছে বিতর্কিত আফস্পা আইন। পাশাপাশি অরুণাচল প্রদেশেও আফস্পার আওতায় থাকা থানার সংখ্যা কমানো হয়েছে।

  • By Amartya Lahiri
  • |
Google Oneindia Bengali News

অবেশেষে গোটা মেঘালয় রাজ্য থেকেই তুলে নেওয়া হয়েছে বিতর্কিত আফস্পা আইন। পাশাপাশি অরুণাচল প্রদেশেও আফস্পার আওতায় থাকা থানার সংখ্যা কমানো হয়েছে। ২০১৭-র সেপ্টেম্বর অবধি মেঘালয়ের ৪০ শতাংশ এলাকায় এই আইন জারি ছিল। কিন্তু রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে সাম্প্রতিক পরিস্থিতির বিচারে আফস্পা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেঘালয়ে প্রত্যাহার করা হচ্ছে আফস্পা, অরুণাচলে থাকছে আট থানায়

সোমবার কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানায়, '১ এপ্রিল থেকে মেঘালয়ের সমস্ত এলাকায় আফস্পা আইন সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। অরুণাচলে ষোলটি থানা থেকে কমে আটটিতে বলবত রয়েছে এই আইন।' পাশাপাশি উত্তর-পূর্বের জঙ্গিদের আত্মসমর্পন ও পুনর্বাসন নীতি অনুযায়ী আর্থিক সহায়তা ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৪ লক্ষ করা হয়েছে। একই সঙ্গে মণিপুর মিজোরাম ও নাগাল্যান্ড রাজ্যের বিদেশীদের জন্য নিষিদ্ধ ও সংরক্ষিত এলাকায় প্রবেশাধিকারের নীতিও শিথিল করা হয়েছে। তবে পািকস্তান, আফগানিস্তান, চিনের মতো কয়েকটি দেশের নাগরিকদের জন্য নিষেধাজ্ঞা থাকছেই।

২০১৫ সালেই ত্রিপুরা রাজ্য থেকে প্রত্যাহার করা হয়েছিল আফস্পা আইন। গত একবছরে উত্তরপূর্বের আরও বেশ কিছু এলাকা থেকে তুলে নেওয়া হয়েছে এই বিতর্কিত আইন। তবে নাগাল্যান্ড, অসম ও রাজধানী ইম্ফলের কিছু এলাকা ছাড়া মনিপুরে এই আইন এখনও জারি আছে। অবশ্য অসম ও মনিপুরের ক্ষেত্রে আইনটি বলবত করা না করার অধিকার এখন রাজ্য সরকারের হাতে।

English summary
The Union Home Ministry on Monday completely revoked the controversial Armed Forces Special Powers Act from Meghalaya while diluting it in other regions of Arunachal Pradesh.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X