For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা সংকটের মধ্যেই থাবা বসাচ্ছে আফ্রিকান সোয়াইন ফ্লু, নতুন আতঙ্ক অসমে

করোনা সংক্রমণের মধ্যেই অসমে ছড়াতে শুরু করেছে আফ্রিকান সোয়াইন ফ্লু। নতুন আতঙ্ক থাবা বসাচ্ছে উত্তর- পূর্বের এই রাজ্যে।

Google Oneindia Bengali News

করোনা সংক্রমণের মধ্যেই অসমে ছড়াতে শুরু করেছে আফ্রিকান সোয়াইন ফ্লু। নতুন আতঙ্ক থাবা বসাচ্ছে উত্তর- পূর্বের এই রাজ্যে। ৩০৬টি গ্রামে এই ফ্লুয়ের আক্রমণে প্রায় ২৫০০ শূয়োরের মৃত্যু হয়েছে। কিন্তু সংক্রমণ রুখতে এখনও কালিং শুরু করেনি রাজ্য সরকার।

 অসমে আফ্রিকান ফ্লু

অসমে আফ্রিকান ফ্লু

করোনা আতঙ্কের মধ্যেই অসমে থাবা বসাতে শুরু করেছে আফ্রিকান ফ্লু। ইতিমধ্যেই উত্তর-পূর্বের এই রাজ্যে ৩০৬টি গ্রামে ২৫০০টি শূয়োরের মৃত্যু হয়েছে। রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দফতরের মন্ত্রী অতুল ভোরা জানিয়েছেন অত্যন্ত সংক্রামক এই ফ্লু। এই প্রথম ভারতে এই ফ্লু দেখা গিয়েছে বলে জানিয়েেছন তিনি। এই মুহূর্তে রাজ্যে শূয়োরের সংখ্যা ৩০ লাখ বলে জানা গিয়েছে। কারণ উত্তর পূর্বের রাজ্যের মানুষ শূয়োর প্রতিপালন করে থাকেন। এখানে শূয়োরের মাংস খাওয়া হয় আশপাশের একাধিক রাজ্যে। এই সংক্রামক ব্যাধী ছড়িয়ে পড়লে আরও সংকট বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

করোনা সংক্রমণ

করোনা সংক্রমণ

এদিকে রাজ্যে করোনা সংক্রমণ থাবা বসিয়েছে। আক্রান্ত একাধিক। মৃত্যুও হচ্ছে। তারই মধ্যে আজ থেকে গোটা দেশে তৃতীয় দফার করোনা লকডাউন শুরু হয়েছে। এরই মাঝে আবার ২৬, ২৭ এবং ২৮ এপ্রিল তিন দিন রাজ্যে করোনা লকডাউন শিথিল করেছিল অসম সরকার। অনুমতি সাপেক্ষে যান চলাচলেরও অনুমতি দেওয়া হয়েছিল।

কালিং শুরু হয়নি

কালিং শুরু হয়নি

এদিকে আফ্রিকান ফ্লু থাবা বসাতে শুরু করেছে রাজ্যে। কিন্তু এখনও কালিংয়ের অনুমতি কেন্দ্রের কাছ থেকে মেলেনি। কাজেই পরবর্তী পরিস্থিিত কী হতে চলেছে তা এখনও বোঝা যাচ্ছে। করোনা সংক্রমণের মধ্যে এই নতুন সংক্রামক ব্যাধী আতঙ্ক বাড়িয়েছে রাজ্য সরকারের।

English summary
African Swine flu killed 2,500 pigs in Assam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X