For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেঙ্গালুরুতে ইথিওপিয়ার নাগরিকের শরীরে মাঙ্কি পক্সের সন্ধান, রাজ্য জুড়ে জারি একাধিক নির্দেশিকা

বেঙ্গালুরুতে ইথিওপিয়ার নাগরিকের শরীরে মাঙ্কি পক্সের সন্ধান, রাজ্য জুড়ে জারি একাধিক নির্দেশিকা

Google Oneindia Bengali News

ফের ভারতে আরও একজনের শরীরে মাঙ্কি পক্সের হদিশ পাওয়া গেল। কর্ণাটকে আফ্রিকা থেকে চিকিৎসার জন্য আসা এক ব্যক্তি মাঙ্কি পক্সে আক্রান্ত হয়েছেন। রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, চলতি মাসের শুরুর দিকে আফ্রিকার ওই নাগরিক বেঙ্গালুরুতে এসেছিলেন। তিনি বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভারতে মাঙ্কি পক্সে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ।

আতঙ্কের কোনও কারণ নেই

আতঙ্কের কোনও কারণ নেই

কর্ণাটকে প্রথম মাঙ্কি পক্সে আক্রান্তের সন্ধান পাওয়া গেল। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর জানিয়েছে, 'মাঙ্কি পক্স নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই। তবে অবশ্যই আমাদের বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। বর্তমানে মাঙ্কি পক্সের আলাদা কোনও চিকিৎসা নেই। সাধারণ পক্সের চিকিৎসা পদ্ধতি অবলম্বন করা হয়। যদি মাঙ্কি পক্সের ওষুধ বের হলেও, সেক্ষেত্রে প্রত্যেককে সাবধানে থাকতে হবে। মাঙ্কি পক্সে মৃত্যুর হার খুব কম। তাই আতঙ্ক নয় সাবধনতার প্রয়োজন।' তিনি বলেন রোগটি গুটি বসন্তের প্রকৃতির। যাঁদের ভ্যাকসিন নেওয়া আছে, তাঁদের এই রোগ বেশি ভোগাবে বলে না।

কিডনি প্রতিস্থানের জন্য বেঙ্গালুরুতে

কিডনি প্রতিস্থানের জন্য বেঙ্গালুরুতে

কর্ণাটকের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, জুলাই মাসের প্রথম দিকে ইথিওপিয়া থেকে ৫৫ বছরের ওই ব্যক্তি বেঙ্গালুরুতে কিডনি প্রতিস্থাপনের জন্য এসেছিলেন। বেঙ্গালুরুতে আসার সময় তাঁর শরীরে মাঙ্কি পক্সের কোনও উপসর্গ ছিল না। চিকিৎসার জন্য তিনি বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানেই তাঁর শরীরে গুটি উঠতে দেখা। মাঙ্কি পক্সে একাধিক উপসর্গ দেখা দেওয়ার পরে তাঁর রক্ত পরীক্ষা করা হয়। মাঙ্কি পক্সে সন্ধান মেলে। বর্তমানে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। হাসপাতালে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে মাঙ্কি পক্সে আক্রান্তের খবর প্রকাশ পেতেই।

রাজ্য জুড়ে জারি একাধিক নির্দেশিকা

রাজ্য জুড়ে জারি একাধিক নির্দেশিকা

কর্ণাটকের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, সমস্ত বেসরকারি ও সরকারি হাসপাতালগুলোকে মাঙ্কি পক্স নিয়ে সতর্ক করা হয়েছে। প্রতিটি হাসপাতালে নজরদারি ব্যবস্থা জোরাল করা হয়েছে। কর্ণাটক প্রশাসনের তরফে জানানো হয়েছে, মাঙ্কি পক্স আক্রান্ত দেশ থেকে যাঁরা সরাসরি বেঙ্গালুরু ও ম্যাঙ্গালুরু বিমানবন্দর বা সমুদ্র বন্দরের মাধ্যমে প্রবেশ করবেন, তাঁদের জন্য বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। মাঙ্কি পক্স প্রভাবিত দেশ থেকে আসা কোনও ব্যক্তির শরীরে গুটি ওঠা, জ্বর, মাথাব্যথা, গায়ে ব্যথা, ক্লান্তি, গলা ব্যথা, কাশির মতো উপসর্গ থাকলে, তাঁকে দ্রুত চিকিৎসকদের পর্যবেক্ষণে পাঠানো হবে। ওই যাত্রীর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে। রিপোর্ট পজিটিভ এলে আক্রান্ত ব্যক্তিকে কমপক্ষে ২১ দিন আইসোলেশনে থাকতে হবে।

পার্থর দাবির উল্টো প্রমাণ ইডির হাতে! গ্রেফতারের আগে অর্পিতার জন্য দুটি বিলাসবহুল গাড়ি বুক তৃণমূল নেতার পার্থর দাবির উল্টো প্রমাণ ইডির হাতে! গ্রেফতারের আগে অর্পিতার জন্য দুটি বিলাসবহুল গাড়ি বুক তৃণমূল নেতার

English summary
African national tests positive for monkey pox in Bengaluru first case in Karnataka
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X