For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পদ্ম পুরস্কারের তালিকায় আদবানি, অমিতাভ, রামদেব, রজনীকান্ত?

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৩ জানুয়ারি : প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীকে ভারতরত্ন সম্মানে ভূষিত করার পর এবার নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার বরিষ্ঠ নেতা লালকৃষ্ণ আদবানীকে দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণ দিতে চলেছে বলে শোনা যাচ্ছে।

অমিতাভ বচ্চন প্রসঙ্গে অন্যান্য খবর পড়তে ক্লিক করুন এখানে

লালকৃষ্ণ আদবানী প্রসঙ্গে অন্যান্য খবর পড়তে ক্লিক করুন এখানে

রামদেব সম্পর্কে অন্যান্য খবর পড়তে ক্লিক করুন এখানে

রজনীকান্ত সম্পর্কে অন্যান্য খবর পড়তে ক্লিক করুন এখানে

সূত্রের খবর অনুযায়ী, বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন, যোগগুরু বাবা রামদেব, দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত, শিরোমনি অকালি দলের পুরোধা তথা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলকেও পদ্ম পুরস্কার দেওয়ার কথা ভাবছে সরকার।

পদ্ম পুরস্কারের তালিকায় আদবানি, অমিতাভ, রামদেব, রজনীকান্ত?

উক্ত তারকাদের পাশাপাশি পদ্ম পুরস্কারের তালিকায় হিন্দি সিনেমার বরিষ্ঠ অভিনেতা দিলীপ কুমার, জনপ্রিয় পরিচালক-প্রযোজক সঞ্জয়লীলা বনশালি, চিত্রনাট্যকার-গীতিকার সলিম খান এবং পরিচিত ছবি নির্মাতা প্রসূণ যোশীর নামও রয়েছে বলে সূত্রের তরফে জানানো হয়েছে।

প্রখ্যাত বৈদিক পন্ডিত অধ্যাপক ডেভিড ফ্রলে-র নামও এই তালিকায় রয়েছে বলে সূত্রের তরফে জানানো হয়েছে। এছাড়া ক্রীড়া মন্ত্রকের তরফ থেকে ইতিমধ্যে বিশেষ ক্ষেত্রে ব্যাটমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়ালের নাম মনোনীত করা হয়েছে।

পদ্ম পুরস্কারের তালিকা নিয়ে মিডিয়ার জল্পনা প্রসঙ্গে বিজেপির মুখপাত্প জিভিএ নরসিংহ রাও জানিয়েছেন, "মিডিয়ার রিপোর্টে পদ্ম পুরস্কারের জন্য যাদের নাম বলা হচ্ছে তাঁরা সম্মানীয় ব্যক্তিত্ব। আমাদের সরকারি ঘোষণার জন্য অপেক্ষা করা উচিত।"

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, "পদ্ম পুরস্কার ২০১৫-র তালিকার ভারত সরকার এখনও ঘোষণা করেনি। প্রত্যেকবছর ২৫ জানুয়ারি এই তালিকা ঘোষণা করা হয়। যে নামগুলি মিডিয়া রিপোর্টে শোনা যাচ্ছে তা কল্পনাভিত্তিক। এর কোনও সরকারি নিশ্চিতীকরণ নেই।"

English summary
Advani, Amitabh, Ramdev, Rajnikant in Padma awards list?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X