For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৎকাল ও অগ্রিম বুকিং শুরু করতে চলেছে রেল! জেনে নিন কবে থেকে কাটতে পারবেন টিকিট

Google Oneindia Bengali News

ফের চালু হতে চলেছে রেলের অগ্রিম বুকিং ও তৎকাল টিকিট বিক্রি। কয়েকদিন আগেই রেল পরিষেবা স্বাভাবিক করার ক্ষেত্রে এক ধাপ এগিয়েছিল ভারতীয় রেল। অনলাইনে টিকিট বিক্রি সহ কাউন্টারেও টিকিট বিক্রি চালু করা হয়েছিল। তবে এরই মধ্যে দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির জেরে পঞ্চম দফায় লকডাউন জারির জল্পনা দেখা দিয়েছে।

কবে থেকে শুরু অগ্রিম বুকিং?

কবে থেকে শুরু অগ্রিম বুকিং?

তবে পঞ্চম দফায় লকডাউন এলেও ১ জুন থেকে দেশব্যাপী চালু হতে চলেছে ২৩০টি ট্রেন। যার মধ্যে ৩০টি রাজধানী এক্সপ্রেস। এই ট্রেনগুলির ক্ষেত্রে ৪ মাসের অগ্রিম বুকিং ও তৎকাল টিকিট পাওয়া যাবে ৩১ মে থেকে। এক বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানা রেল।

কো-মর্বিডিটিতে আক্রান্ত মানুষকে ট্রেনে সফর না করার পরামর্শ

কো-মর্বিডিটিতে আক্রান্ত মানুষকে ট্রেনে সফর না করার পরামর্শ

এদিকে জরুরি কাজ ছাড়া কো-মর্বিডিটিতে আক্রান্ত মানুষকে ট্রেনে সফর না করার পরামর্শ দিচ্ছে রেলমন্ত্রক৷ আগে থেকে অসুস্থতা আছে এমন মানুষের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে রেলের এই আবেদন৷ এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷

বিশেষ অনুরোধ রেলের

বিশেষ অনুরোধ রেলের

কো-মর্বিডিটিতে আক্রান্ত ব্যক্তি (যেমন- হাইপার টেনশন, মধুমেহ, হৃদরোগ, ক্যান্সার, রোগ প্রতিরোধ ক্ষমতা কম), অন্তঃসত্ত্বা, ১০ বছরের নিচে শিশু, ৬৫ বছরের বেশি বয়স্ক ব্যক্তি যেন ট্রেনে সফর না করেন তার জন্য অনুরোধ জানানো হচ্ছে৷

রেল থেকে ছড়াচ্ছে করোনা

রেল থেকে ছড়াচ্ছে করোনা

পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে বিশেষ ট্রেন চালাচ্ছে রেলমন্ত্রক৷ কো-মর্বিডিটিতে আক্রান্ত বহু মানুষ এই ট্রেনগুলিতে সফর করছেন৷ সেক্ষেত্রে করোনার সংক্রমণের সম্ভাবনা থেকে যাচ্ছে৷ এমনকী ট্রেনে সফরের সময় কো-মর্বিডিটিতে আক্রান্ত মানুষের মৃত্যুও হচ্ছে৷

রেলের নতুন টোলফ্রি নম্বর

রেলের নতুন টোলফ্রি নম্বর

পাশাপাশি জানানো হয়েছে, 'ভারতীয় রেল পরিবার ২৪ ঘণ্টা নাগরিকদের পরিষেবা দিচ্ছে৷ কিন্তু সুরক্ষার বিষয়টি আমরা সবথেকে গুরুত্ব দিয়ে দেখছি৷ এই বিষয়ে প্রত্যেকের সহযোগিতা চাইছি৷ জরুরি প্রয়োজনে আমাদের জানান৷ আমরা আপনাদের সাহায্য করব৷ ১৩৮ এবং ১৩৯-এই দুই হেল্পলাইন নাম্বার রেলমন্ত্রকের পক্ষ থেকে চালু করা হয়েছে যাত্রীদের জন্য৷

<strong>কাজ ফুরিয়েছে হিজবুল প্রধানের? জঙ্গি নেতার উপর হামলা চালাল আইএসআই!</strong>কাজ ফুরিয়েছে হিজবুল প্রধানের? জঙ্গি নেতার উপর হামলা চালাল আইএসআই!

English summary
advance booking and tatkal tickets for indian railways to start from 31 may
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X