For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫০ বছরের বেশি বয়সীদের ওমিক্রনের মৃত্যুর হাত থেকে বাঁচতে বুস্টার নেওয়া জরুরি, বলছে সমীক্ষা

৫০ বছরের বেশি বয়সীদের ওমিক্রনের মৃত্যুর হাত থেকে বাঁচতে বুস্টার নেওয়া জরুরি, বলছে সমীক্ষা

  • |
Google Oneindia Bengali News

৫০ বছরের বেশি বয়সীদের বা তাঁর বেশি বয়সীদের জন্য করোনা বুস্টার ডোজ নেওয়া অত্যন্ত জরুরি। করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন থেকে মৃত্যুর ঝুঁকি কমাতে এই কোভিড বুস্টার নেওয়া দরকার। ডোজ নিলে ৯৫ শতাংশ লোক নতুন প্রজাতির মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে বলে জানিয়েছে বৃহস্পতিবার ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি।

UKHSA গবেষণায় কী দেখা গেল

UKHSA গবেষণায় কী দেখা গেল

করোনা ভ্যাকসিনের ডবল ডোজ নেওয়ার ৬ মাস পর UKHSA একটি গবেষণায় দেখা গেছে ৫০ বছর বয়সী বা তাঁর বেশি বয়সীরা ওমিক্রনের বিরুদ্ধে লড়তে সক্ষম ৬০ শতাংশ। কিন্তু কোভিডের ডবল টিকা ও বুস্টার শট নেওয়ার ২ সপ্তাহ পর থেকে ওমিক্রনের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম ৯৫ শতাংশ ব্যক্তি।

আর কী তথ্য উঠে এল গবেষণায়

আর কী তথ্য উঠে এল গবেষণায়

গবেষণায় দেখা গেছে, বুস্টার শট নেওয়ার পর থেকে হাসপাতালে ভর্তির সংখ্যা অনেকটাই কমেছে। হাসপাতালে ভর্তির বিরুদ্ধে কাজ করেছে ৯০ শতাংশ Pfizer-BioNTech শট। কিন্তু ১০ থেকে ১৪ দিন পর তা নিম্নমুখী হয়ে দাঁড়িয়েছে ৭৫ শতাংশে।

 UKHSA এর পরিচালক কী বললেন

UKHSA এর পরিচালক কী বললেন

মডার্না বুস্টার নেওয়া ৯ সপ্তাহ পর হাসপাতালে ভর্তির বিরুদ্ধে কাজ করেছে ৯০-৯৫ শতাংশ। এর থেকেই প্রমাণ হয়ে যায় করোনা ভাইরাস থেকে বাঁচতে ভ্যাকসিন কতটা কার্যকরী। উচ্চ ঝুঁকিপূর্ণ ও হাসপাতালে মৃত্যুর হার কমাতে বুস্টার নেওয়া খুবই দরকারি। বলে জানিয়েছেন UKHSA এর পরিচালক ডাঃ মেরি রামসে। যিনি ভ্যাকসিন বিভাগের প্রধান।

 ওমিক্রনের রূপ BA.2 বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে

ওমিক্রনের রূপ BA.2 বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে

গবেষণায় আরও একটি তথ্য এল। ওমিক্রনের রূপ BA.2 বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। যা মূলত দেখা যাচ্ছে ব্রিটেন ও ডেনমার্কে। যেখানে ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। ২৫ সপ্তাহ পর দেখা গেছে BA.1 ও BA.2 ভাইরাস কাজ করেছে ৯ ও ১৩ শতাংশ। বুস্টার ভ্যাকসিন নেওয়ার পর দেখা গেছে BA.1 এ ৬৩ শতাংশ ও BA.2 ৭০ শতাংশ কাজ করছে।

English summary
adults take booster its important research
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X