For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধায়কদের দলবদলের ট্রেন্ডে দেশে বিজেপির পাল্লা সবচেয়ে ভারী! ২০১৬-২০২০ নিয়ে তাক লাগানো তথ্য নয়া রিপোর্টে

বিধায়কদের দলবদলের ট্রেন্ডে দেশে বিজেপির পাল্লা সবচেয়ে ভারী! ২০১৬-২০২০ নিয়ে তাক লাগানো তথ্য নয়া রিপোর্টে

  • |
Google Oneindia Bengali News

রাতারাতি দলবদলের ঝড় ২০২১ ভোটে বাংলার রাজনীতিতে সদ্য দেখা গেলেও, তা বহু আগে থেকেই ভারতের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়েছে। ভিন রাজ্যের বহু জায়গাতেই নেতা থেকে বিধায়কদের দলবদল রীতিমতো শিরোনাম কেড়েছে। এদিকে এই দলবদলের ট্রেন্ড নিয়ে 'দ্য অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম' একটি সদ্য রিপোর্ট পেশ করেছে।

দলবদল নিয়ে রিপোর্ট কী বলছে?

দলবদল নিয়ে রিপোর্ট কী বলছে?

'দ্য অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম' এর রিপোর্ট বলছে, ২০১৬ সালের থেকে ২০২০ সালের মধ্যে দেশে ৪০৫ জনের মধ্যে ১৮২ জন 'রি কনটেস্টিং' বিধায়করা যাঁরা দল বদলেছেন তাঁরা বিজেপিকে বেছে নিয়েছেন। ফলে দেখা যাচ্ছে দেশের মধ্যে পদল পাল্টানো ৪৪ শতাংশ বিধায়কই বিজেপিতে যোগ দিয়েছেন। আর বিজেপির পরই রয়েছে দুটি পার্টি যেখানে এই যোগদানের ট্রেন্ড দেখা গিয়েছে।

 বিজেপির পরই রয়েছে কোন কোন দল?

বিজেপির পরই রয়েছে কোন কোন দল?

দেখা গিয়েছে, দলবদলের ট্রেন্ডে যে বিধায়করা রয়েছেন তাঁদের দ্বিতীয় বৃহত্তর অংশ গিয়েছে কংগ্রেসে। ৪০৫ জনের (রিকনটেস্টিং) মধ্যে ৩৮ জন বিধায়ক কংগ্রেসে যোগ দিয়েছেন। এরপর ৩৮ জন বিধায়ক (রিকনটেস্টিং) যোগ দিয়েছেন টিআরএস-এ। এই পরিসংখ্যান ২০১৬ সাল থেকে ২০২ সালের মধ্যে।

 বিভিন্ন রাজ্যে বিধানসভা ভেঙে যাওয়া নিয়ে বড় বার্তা

বিভিন্ন রাজ্যে বিধানসভা ভেঙে যাওয়া নিয়ে বড় বার্তা

এদিকে, একাধিক রাজ্যে বিধানসভা ভেঙে যাওয়ার নেপথ্যে বিধায়কদের এই দলবদল একটি বড় ফ্যাক্টর হতে পারে। এক্ষেত্রে মধ্যপ্রদেশ, মনিপুর, গোয়া, অরুণাচল প্রদেশ, কর্ণাটকে সরাকরের পতন এক্ষেত্রে একটি বড় দিক। এমনই দাবি রিপোর্টে প্রকাশিত হয়েছে।

রাজ্যসভার সাংসদদের ক্ষেত্রে কোন তথ্য?

রাজ্যসভার সাংসদদের ক্ষেত্রে কোন তথ্য?

রিপোর্টে দেখা গিয়েছে, ২০১৬ সাল থেকে ২০২০ সালের মাধ্যে ১৬ জন (রিকনটেস্টিং) রাজ্যসভা সাংসদ দল বদল করে বিজেপিতে যোগ দিয়েছেন। আর ১২ জনের মধ্যে (রিকনটেস্টিং সাংসদ) ৫ জন সাংসদ বিজেপিতে যোগ গিয়েছেন ২০১৯ লোসকভা ভোটের সময় ।

'নন্দীগ্রামে মমতার স্কুটার পড়ে যাবে', মোদীর মন্তব্যেও স্পষ্ট ষড়যন্ত্রের ইঙ্গিত, বিস্ফোরক সৌগত'নন্দীগ্রামে মমতার স্কুটার পড়ে যাবে', মোদীর মন্তব্যেও স্পষ্ট ষড়যন্ত্রের ইঙ্গিত, বিস্ফোরক সৌগত

English summary
ADR report shows India's 44 percent MLAs Who Switched Parties Between 2016 and 2020 joined BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X