আদিত্য ঠাকরে পরবর্তী মুখ্যমন্ত্রী, মুম্বই জুড়ে পোস্টারে ছয়লাপ করল শিবসেনা সমর্থকেরা
মহারাষ্ট্রে সরকার কে গঠন করবে তা নিয়ে চলছে চাপান–উতোর। যদিও শিবসেনা কর্মীদের দাবি, আদিত্য ঠাকরেকেই করা হোক রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী। মহারাষ্ট্রের ওয়ারলিতে আদিত্য ঠাকরের ছবি দিয়ে 'ভবিষ্যতের মুখ্যমন্ত্রী’ লিখে পোস্টার দেওয়া হয়েছে। রাজ্যের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই জিতেছেন আদিত্য। যদিও আগেই তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি তো রাজ্যের সিএম, অর্থাৎ মহারাষ্ট্রের 'কমন ম্যান’ (আম জনতা)।

এনসিপি প্রার্থী সুরেশ মানেকে ৬১৭৮২ ভোটে পরাজিত করে জয়লাভ করেন আদিত্য। তাঁকে রাজ্যের মুখ্যমন্ত্রী করা নিয়ে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে বৃহস্পতিবার জানান, লোকসভা নির্বাচনে বিজেপি–শিবসেনা যে ফর্মুলাতে চলছে, এখনও সেটাই হবে। তাই এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না।
বৃহস্পতিবার শিবসেনার ঝুলিতে ৫৬টি আসন এসেছে।। এরপরই দলের প্রধান বলেন, 'লোকসভা নির্বাচন যখন লড়েছিলাম, তখন ৫০–৫০ ফর্মুলা চূড়ান্ত হয়েছিল। আমরা ঠিক করেছিলাম যে দুই দলই ১৪৪টা করে আসনে লড়বে। যদিও আমরা বিজেপিকে ১২৪টি আসনে লড়ার জন্য ছাড় দিয়েছিলাম। মহারাষ্ট্রে সরকার গঠনের ক্ষেত্রে বিজেপি প্রধান অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে কথা বলার পরই কোনও সিদ্ধান্তে আসা যাবে।’
যদিও বিজেপি তাদের নিজের সিদ্ধান্তে বরাবর অনড় থেকে ফড়নবীশকেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী করেছে। দেবেন্দ্র ফড়নবীশ বলেন, 'বিজেপি ও শিবসেনার মধ্যে আলোচনার পর যে সিদ্ধান্ত নেওয়া হবে আমরা সেদিকেই যাব। সঠিক সময় আসলে ঠিকই সবকিছু জানা যাবে। আমি শুধু মহারাষ্ট্রবাসীকে এই জয়ের জন্য মন থেকে ধন্যবাদ জানাতে চাই।’