For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘এটা রাজনীতি নয়, সার্কাস হয়ে গিয়েছে,’ সঞ্জয় রাউতকে ইডির তলব ইস্যুতে তীব্র প্রতিক্রিয়া আদিত্য ঠাকরের

‘এটা রাজনীতি নয়, সার্কাস হয়ে গিয়েছে,’ সঞ্জয় রাউতকে ইডির তলব ইস্যুতে তীব্র প্রতিক্রিয়া আদিত্য ঠাকরের

Google Oneindia Bengali News

মহারাষ্ট্রে রাজনৈতিক সঙ্কট ক্রমেই জটিল হচ্ছে। শিবসেনা ও বিদ্রোহী দলের মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই বাড়ছে। তারমধ্যেই শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউতকে মঙ্গলবার ডেকে পাঠাল ইনফোর্সমেন্ট ডিরক্টরেট। এই বিষয়ে প্রতিক্রিয়া দেখাতে গিয়ে শিবসেনা নেতা আদিত্য ঠাকরে বলেন, 'রাজনীতি নয়, এটা সার্কাস হয়ে গিয়েছে।'

আদিত্য ঠাকরের প্রতিক্রিয়া

আদিত্য ঠাকরের প্রতিক্রিয়া

শিবসেনার তরুণ নেতা আদিত্য ঠাকরে বিদ্রোহীদের 'বিশ্বাস ঘাতক' বলে উল্লেখ করেন। তিনি বিদ্রোহীদের শিবসেনা নেতাদের সামনে আসার জন্য চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। পাশাপাশি বিদ্রোহী বিধায়কদের কাছে তিনি সরকারের ঠিক কোথায় ভুল হয়ে তা জানতে চান। আদিত্য ঠাকরে বলেন, 'যারা এখান থেকে পালিয়ে গিয়েছেন, তাঁরা নিজেদের বিদ্রোহী বলছেন। তাঁরা আদতে বিদ্রোহী নন, বিশ্বাসঘাতক। তাঁরা বিদ্রোহ করতে চাইলে, এখান থেকেই তা করা উচিত ছিল। পদত্যাগ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত ছিল।' এমভিএ সরকারের পতনের প্রেক্ষিতে আদিত্য ঠাকরে বলেন, 'আমরা জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। আমাদের কাছে সকলের ভালোবাসা আছে। যাঁরা বিশ্বাসঘাতকতা করেন, পালিয়ে যান, তাঁরা জিততে পারেন না।'

সঞ্জয় রাউতকে ইডি তলব

সঞ্জয় রাউতকে ইডি তলব

ইডির সমনের পর প্রতিক্রিয়া দেন শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত। সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন, 'এইমাত্র খবর পেলাম, আমাকে ইডি তলব করেছে। ভাল! মহারাষ্ট্রে একের পর এক বড় রাজনৈতিক ঘটনা ঘটছে। আমরা, বালা সাহেবের সৈনিকরা একটা বড় লড়াই লড়ছি। আমাদের ষড়যন্ত্র করে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।' সঞ্জয় রাউতের ইডির তলবের পর তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী। সঞ্জয় রাউত জানিয়েছেন, মঙ্গলবার আলিবাগে একটি সভা রয়েছে। সেখানে তিনি উপস্থিত থাকবেন। তাই তিনি ইডির দফতরে যেতে পারবেন না। একটি জমি কেলেঙ্কারী মামলায় আর্থিক তছরুপের অভিযোগে ইডি সঞ্জয় রাউতকে তলব করেছে।

শিন্ডে শিবিরে স্বস্তি

শিন্ডে শিবিরে স্বস্তি

সোমবারই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শিন্ডের নেতৃত্বাধীন বিদ্রোহী বিধায়করা। সুপ্রিম কোর্টে স্বস্তি শিন্ডে শিবিরে। একনাথ শিন্ডে সহ কেন ১৬ জন বিধায়কের বিরুদ্ধে কেন দলবিরোধী কার্যকলাপের নোটিশ পাঠানো হয়েছে, এই বিষয়ে ডেপুটি স্পিকারের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট। পাশাপাশি সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, ১১ জুলাই পর্যন্ত ওই বিধায়কদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে কোনও ব্যবস্থা নেওযা যাবে না। ১১ জুলাই এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।

শিন্ডের ধারাল আক্রমণ

শিন্ডের ধারাল আক্রমণ

একনাথ শিন্ডে রবিবার থেকে একের পর এক টুইট করে ক্রমাগত শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেকে আক্রমণ করছেন। পরিবার সকালে একটি টুইটে তিনি বলেন, 'বালা সাহেব ঠাকরেকে গ্রেফতার করা নেতা ছগান ভুজবলের সঙ্গে মন্ত্রিসভায় বসতে আপনার কোনও কষ্ট হয় না? '

বালা সাহেবের গ্রেফতার থেকে দাউদ যোগ, উদ্ধব ঠাকরেকে শিন্ডের ধারাল আক্রমণবালা সাহেবের গ্রেফতার থেকে দাউদ যোগ, উদ্ধব ঠাকরেকে শিন্ডের ধারাল আক্রমণ

English summary
Aditya Thackeray said not politics, its become circus on ED Summon to Sanjay Raut
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X