For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আদিত্য সচদেব হত্যা মামলায় দোষী সাব্যস্ত রকি যাদব

আদিত্য সচদেব মামলায় দোষী সাব্যস্ত হল বিহারের জেডিইউ নেত্রী বিন্দি যাদবের ছেলে তথা ঘটনায় মূল অভিযুক্ত রকি যাদব।

  • |
Google Oneindia Bengali News

গাড়ি ওভারটেকের জেরে গুলি করে খুন হওয়া দ্বাদশ শ্রেণির ছাত্র আদিত্য সচদেব মামলায় দোষী সাব্যস্ত হল বিহারের জেডিইউ দলের প্রাক্তন নেত্রী মনোরমা দেবী ও নেতা বিন্দি যাদবের ছেলে তথা ঘটনায় মূল অভিযুক্ত রকি যাদব। গয়ার জেলা আদালত এই রায় ঘোষণা করেছে। রকির পাশাপাশি আরও তিনজনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। এই মামলায় আগামী ৬ সেপ্টেম্বর শাস্তির মেয়াদ জানাবে আদালত।

আদিত্য সচদেব হত্যা মামলায় দোষী সাব্যস্ত রকি যাদব

গতবছরের মে মাসে বুদ্ধগয়া থেকে আদিত্য সচদেব নামে এক যুবক নিজের বন্ধুদের সঙ্গে নিয়ে মারুতি স্যুইফ্ট গাড়িতে ফিরছিলেন। সেইসময়ে তাঁর গাড়ি রকি যাদবের গাড়িকে ওভারটেক করে। সেই রাগেই আদিত্যকে গুলি করে খুন করে রকি ও তার সঙ্গীরা।

সেই ঘটনার পর থেকেই রকি পলাতক ছিল। পরে পুলিশ অনেক চেষ্টার পরে তাকে গ্রেফতার করে। সেই মামলার শুনানিতে অবশেষে রকিকে দোষী সাব্যস্ত করল আদালত।

রকির বিরুদ্ধে অভিযোগ ওঠার পরই মনোরমা দেবীকে দল থেকে বহিষ্কার করে জেডিইউ। তার কাছে থাকা অস্ত্রের লাইসেন্সও বাতিল করা হয়। পাশাপাশি নীতীশ কুমারের সরকারের পুলিশের বিরুদ্ধে রকিকে সাহায্য করারও অভিযোগ উঠেছিল।

English summary
Aditya Sachdev murder case: JDU leader Bindi Yadav's son Rocky Yadav convicted, quantum to be pronounced on Sept 6
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X