দেশের আর্থিক উন্নয়ন নিয়ে উদ্বিগ্ন শিল্পপতি আদি গোদরেজ, কারণ ব্যাখ্যা করলেন
অসহিষ্ণুতা, বিদ্বেষ আর নীতিপুলিসগিরি এই তিন কারণেই নাকি দেশের আর্থিক বিকাশ থমকে যাচ্ছে। এমনই দাবি করেেছন দেশের প্রথম সারির শিল্পপতি আদি গোদরেজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালে এই প্রথম দেশের আর্থিক বিকাশ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কোনও শিল্পপতি।

রাজনৈতিক মহলে মোদী শিল্পপতিদের কাছে লোক বলেই পরিচিত। বিরোধীরা তো তাঁকে ধনীদের বন্ধু বলেই কটাক্ষ করে থাকেন। এমনকী মোদীর বিরুদ্ধে শিল্পপতিদের কোটি কোটি টাকা ব্যাঙ্ক ঋণ মকুব করে দেওয়ার অভিযোগ করেছেন তাঁরা।
কয়েকদিন আগে নরেন্দ্র মোদী দেশকে ৫ ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছে নিয়ে যাওয়ার কথা বলেছেন। সেই লক্ষ্যেই নাকি তৈরি হয়েছে মোদী-টু সরকারের প্রথম বাজেট। যা এক বছরেই দেশকে ৩ ট্রিিলয়ন অর্থনীতিতে পৌঁছে দেবে। এরই মধ্যে আমেরিকার সঙ্গে বাণিজ্যিক বিবাদ শুরু হয়ে গিয়েছে ভারতের। মার্কিন পণ্যের উপর চড়া শুল্ক আরোপে ভারতকে রীতিমত হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
তার উপর দেশের প্রথম সারির একজন শিল্পপতির এই ইঙ্গিত নতুন অশনি সঙ্কেত দিচ্ছে। সেন্ট জেভিয়ার্স কলেজের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে আদি গোদরেজ বলেছেন, এখন আর ফুল বিছানো নেই পথে। দেশের আর্থিক উন্নয়ন অত্যন্ত সংকটজনক পরিস্থিতিতে রয়েছে। যে হারে দেশে অসহনশীলতা, বিদ্বেশ মূলক হিংসা, জাত পাতের বিভেদ, নারী নির্যাতন, ধর্মীয় হানাহানি বেড়ে চলেছে তাতে দেশের আর্থিক বিকাশের পথ রুদ্ধ হয়ে যাচ্ছে।
কর্মহীনতা বাড়তে বাড়তে ৬.১ শতাংশে গিয়ে পৌঁছেছে। দেশের জলসংকট প্রমাণ দিচ্ছে কী অবস্থায় রয়েছে দেশ। পরিবেশ সচেতনতা বৃদ্ধির জায়গায় প্লাস্টিকের ব্যবহার বাড়ছে। দেশের স্বাস্থ্য পরিষেবা তলানিতে এসে ঠেকেছে বলেও অভিযোগ করেছেন তিনি। দেশের এই পরিস্থিতি আন্তর্জািতক মহলে ভাবমূর্তি নষ্ট করছে। যার প্রভাব পড়ছে আর্থিক সমৃদ্ধিতে।