For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সরকার রাম মন্দির তৈরিতে ব্যস্ত, ওদিকে সীতাকে জ্যান্ত পোড়ানো হচ্ছে', সংসদে বিজেপিকে তোপ অধীরের

সরকার রাম মন্দির তৈরিতে ব্যস্ত, ওদিকে সীতা মাকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হচ্ছে। আজ সংসদে এভাবেই আক্রমণ করেন লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী

Google Oneindia Bengali News

সরকার রাম মন্দির তৈরিতে ব্যস্ত, ওদিকে সীতা মাকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হচ্ছে। আজ সংসদে এভাবেই আক্রমণ করেন লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। বিজেপি সরকারকে আক্রমণ করে অধীর আজ বলেন, 'দেহের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছে উন্নাওয়ের নির্যাতিতার। এই দেশে এটা কী হচ্ছে? আমাদের সরকার সরকার রাম মন্দির তৈরিতে ব্যস্ত, ওদিকে সীতা মাকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হচ্ছে। এত সাহস অপরাধীরা কী করে পায়?'

উন্নাওয়ের নারকীয় ঘটনা

উন্নাওয়ের নারকীয় ঘটনা

প্রসঙ্গত, বৃহস্পতিবার প্রকাশ্যে আসে এক নারকীয় ঘটনা। বিহারের সিন্দপুরে গত মার্চ মাসে ধর্ষণ করা হয়েছিল নির্যাতিতা তরুণীকে। সেই ঘটনায় অভিযুক্তরা জেল থেকে ছাড়া পেয়েই তাঁর উপর আক্রমণ করে। নির্যাতিতার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। সেই অবস্থাতেই এক কিলোমিটার হেঁটে সাহায্যের জন্য পুলিশকে ফোন করেন তিনি। বর্তমানে দিল্লির হাসপাতালে তিনি চিকিৎসাধীন।

হায়দরাবাদে এনকাউন্টারে অভিযুক্তরা মৃত

হায়দরাবাদে এনকাউন্টারে অভিযুক্তরা মৃত

এদিকে আজ সকালেই হায়দরাবাদ ধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের এনকাউন্টারে মৃত্যু হয়। যা নিয়ে মুশ্র প্রতিক্রিয়া দেখা যায় সংসদে। দেশে ক্রমাগত বেড়ে চলা এরকম ঘটনার প্রতিবাদে সরকারের নিষ্কৃয়তার অভিযোগ এনে সরব হন কংগ্রেস সাংসদরা। পরে প্রতিবাদে তারা সভাকক্ষ ত্যাগ করেন।

বিরোধীদের পাল্টা তোপ স্মৃতির

এদিকে আজ মহিলাদের উপড় বাড়তে থাকা নির্যাতনের প্রতিবাদে সরব হয় সব সাংসদরাই। চলতে থাকে অভইযোগ পাল্টা অভিযোগের পালা। এই বিষয়ে বিজেপি সাংসদ স্মৃতি ইরানি বলেন, 'আপনারা (বিরোধী সাংসদ) এখানে চেল্লাচ্ছেন, যার অর্থাৎ আপনারা চান না যে কোনও মহিলা উঠে দাঁড়িয়ে নিজের বক্তব্য পেশ করুক।' এরপর তৃণমূলকে আক্রমণ করে স্মৃতি বলেন, 'আপনারা তখন কেন কোনও কথা বলেননি যখন রাজনৈতিক অস্ত্র হিসাবে ধর্ষণকে বেছে নেওয়া হয়েছিল।'

হায়দরাবাদ ঘটনা প্রসঙ্গে মানেকা গান্ধীর বক্তব্য

এদিকে আজ সংসদে অধিবেশন শুরু হওয়ার আগে বিজেপি সাংসদ মানেকা গান্ধী বলেন, 'যা হয়েছে তা ভয়বহ। শুধু মনে করলেই কাউকে এভাবে মেরে দেওয়া যায় না। আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না। অবশ্য আদালতে তুললে অভিযুক্তদের ফাঁসি হত। তবে আমরা যদি আমরা আইনী প্রক্রিয়া শেষ হওয়ার আগেই অভিযুক্তদের গুলি করে দেই তবে পুলিশ, আদালত, এসব রাখার অর্থ কী?'

তেলাঙ্গানায় পুলিশকে কাঁধে তুলে উল্লাস উচ্ছ্বসিত জনতার! খাকি উর্দির দাপটকে কুর্নিশ সাধারণ মানুষের তেলাঙ্গানায় পুলিশকে কাঁধে তুলে উল্লাস উচ্ছ্বসিত জনতার! খাকি উর্দির দাপটকে কুর্নিশ সাধারণ মানুষের

English summary
adhir ranjan chowdhury attacks bjp in parliament over unnao victim being burnt
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X