For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'অধীরবাবুকে দেখলেই আমার ফিট ইন্ডিয়ার কথা মনে পড়ে',সংসদে বাঙালি সাংসদের সঙ্গে মশকরা মোদীর

'অধীরবাবুকে দেখলেই আমার ফিট ইন্ডিয়ার কথা মনে পড়ে',সংসদে বাঙালি সাংসদের সঙ্গে মশকরা মোদীর

  • |
Google Oneindia Bengali News

রাষ্ট্রপতির ভাষণের জবাবি ভাষণে এদিন সংসদে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর যতবারই এদিন বক্তব্য রাখতে যান, তত বারই তাঁকে বাঁধা দেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী। এরপর মোদী অধীরের উদ্দেশে 'টিউবলাইট' থেকে 'ফিট ইন্ডিয়ার বিজ্ঞাপন' প্রসঙ্গে একাধিক মশকরা শানান।

'ফিট ইন্ডিয়া ' ও অধীর

'ফিট ইন্ডিয়া ' ও অধীর

' যখনই আমি দেখি বার শুনি অধীরবাবুকে , আমি রিজিজুজিকে অভিনন্দন জানাই। অধীরজি প্রোমোট করেন 'ফিট ইন্ডিয়া মুভমেন্ট ' যা রিজিজুজি লঞ্চ করেছেন খুব সুন্দর করে। ... ' এভাবেই বাংলার রবিনহুডকে সংসদে তোপ দাগেন মোদী। লোকসভায় কংগ্রেসের সংসদীয় দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী এযাবৎকালে বহুবার মোদীর দিকে আক্রমণ শানান। আর তার জবাব এদিন এভাবেই দেন মোদী।

'কথা বলার সময় জিম করেন অধীরবাবু'

'কথা বলার সময় জিম করেন অধীরবাবু'

এদিন মোদী বলেন, অধীর রঞ্জন চৌধুরী ' বক্তব্য রাখবার সময় জিম করেন।' এমন মশকরা যখন প্রধানমন্ত্রী করছেন, তখন শ্রোতার ভূমিকায় ঠোঁটের কোণে হালকা হাসি নিয়ে হাজির ছিলেন অধীর রঞ্জন চৌধুরী।

'আমি শুনেছি.. একজন নেতা নাকি..'

'আমি শুনেছি.. একজন নেতা নাকি..'

অধীর রঞ্জন চৌধুরী ছাড়াও এদিন রাহুলকে কটাক্ষ করতে ছাড়েননি মোদী। কটাক্ষের সুরে মশকরার মেজাজ চড়িয়ে এদিন সংসদে মোদী বক্তব্য রাখতে গিয়ে বলেন, 'আমি শুনেছি একজন নেতা নাকি বলেছেন, ৬ মাসে প্রধানমন্ত্রীকে লাঠি পেটা করা হবে। তবে এই ৬ মাসে আমি সূর্য নমস্কার আরও বাড়িয়ে নেব। যাতে আমার পিঠ আরও শক্ত হয় এই সমস্ত আঘাত সহ্য করার জন্য। ..'।

আবেগের সুর মোদীর কণ্ঠে!

আবেগের সুর মোদীর কণ্ঠে!

এদিন আবেগের সুরে নরেন্দ্র মোদী বলেন, ' গত ২০ বছর ধরে আমি এমন আঘাত সহ্য করে আসছি। .. ' মোদী যখন এমন বক্তব্য সংসদে রাখছেন তখন , বিপক্ষের চেয়ার বসে অস্বস্তিতে পড়েন রাহুল গান্ধী। সেই ছবিও ধরা পড়ে ক্যামেরায়।

English summary
Adhir ji promotes the 'Fit India Movement' launched by Rijiju ji , says Modi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X