For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বজ্র আঁটুনি..., প্রকাশ্যে কপিল সিবলকে নিশানা অধীর চৌধুরীর

বজ্র আঁটুনি..., প্রকাশ্যে কপিল সিবলকে নিশানা অধীর চৌধুরীর

Google Oneindia Bengali News

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয় শিকার করতে হয়েছে। তারপরেই শোরগোল পড়ে গিয়েছে সদর কার্যালয়ে। সেখানে বিদ্রোহীরা গান্ধীদের বাইরে থেকে গিয়ে নেতৃত্ব খোঁজার কথা বলেছিলেন তাঁরা। তারপরেই বিদ্রোহী কপিল সিবলকে তীব্র নিশানা করেছেন অধীর চৌধুরী। কপিল সিবল কংগ্রেসের এই শোচনীয় পরাজয়ের পর মন্তব্য করেছিলেন 'সব কি কংগ্রেস, ঘর কি কংগ্রেস'। তার পাল্টা কটাক্ষ করে কপিল সিবলকে নিশানা করেছেন অধীর চৌধুরী। তিনি বলেছেন, যখন কপিল সিবল কংগ্রেস সরকারে িছল তখন দল ভাল ছিল।

বজ্র আঁটুনি..., প্রকাশ্যে কপিল সিবলকে নিশানা অধীর চৌধুরীর

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে যাকে বলে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে কংগ্রেস। ভয়ঙ্কর খারাপ ফলাফল। উত্তরাখণ্ডে যেখানে বিজেপিকে হারানোর একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। সেখানে উত্তরাখণ্ডেও যাকে বলে শোচনীয় হার শিকার করতে হয়েছে কংগ্রেসকে। হাতছাড়া হয়েছে পাঞ্জাবও। শাসকের আসনে থেকেও পাঞ্জাবে ক্ষমতা ধরে রাখতে পাকেনি হাত শিবির। হাতের এই পরিস্থিতির কারণ কী তার অনুসন্ধানে দিল্লিকে ম্যারাথম বৈঠক করেছে হাইকমান্ড। তাতে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী যেমন ছিলেন তেমন ছিলেন কংগ্রেসের শীর্ষ নেতারাও।

এরই মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছিল নেতৃত্ব বদলের। কংগ্রেসের নেতৃত্ব দেওয়ার জন্য গান্ধী পরিবারের হাত থেকে অন্য কাউকে নেওয়ার। তারই মাঝে সোনিয়া গান্ধীতেই আস্থা রেখেছে কংগ্রেস। গোটা দলের নেতৃত্বে এবার তিনিই থাকবেন বলে জানিয়ে দিয়েছেন তিনি। তারপরেই কংগ্রেস নিশানা করে বলেছিলেন কপিল সিবাল। তিনি কটাক্ষ করে বলেছিলেন সব 'কি কংগ্রেস.... ঘর কি কংগ্রেস'। কপিল সিবালের এই মন্তব্যকে তীব্র নিশানা করেছে লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরী।

কয়লা পাচারকাণ্ডে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব, নোটিস পাঠানো হল রুজিরাকেওকয়লা পাচারকাণ্ডে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব, নোটিস পাঠানো হল রুজিরাকেও

তিনি কটাক্ষ করে বলেছেন যখন কংগ্রেস সরকারে ছিল তখন কংগ্রেসের সব ভাল ছিল। যেই কংগ্রেস কসরকার থেকে সরে গেল সঙ্গে সঙ্গে কংগ্রেস খারাপ হয়ে গেল। এই ধরনের মানসিকতা যাঁদের তারা কংগ্রেসের কেউ নয়। কপিল সিবার গান্ধীদের নিশানা করে বলেছিলেন তিনি ঘর কি কংগ্রেসের জন্য লড়াই করতে রাজি নন। সব কি কংগ্রেসের জন্য লড়াই করতে চান। এবং সবকি সংগ্রেসের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চাই বলে মন্তব্য করেছিলেন তিনি।

কপিল সিবলের এই মন্তব্যকেই তীব্র নিশানা করেছেন তাঁরা। আক্রমণ শানিয়ে বলেছেন। কপিল সিবলের এইমন্তব্যই বলে দিচ্ছে তিনি কতটা ভাল বাসেন কংগ্রেসকে। কেবল রাজ্যসভার সাংসদ থেকে সুবিধা পেতে চান তিনি। গান্ধী পরিবারই তাঁকে তৈরি করেছে। এতে বিজেপিই সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে এবং বিজেপির সুবিধা করে দিচ্ছেন সিবাল।

English summary
Kapil Sibal and Adhir Chowdhury clash
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X