For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অবশেষে রাজ্যের উদ্দেশে রওনা দিচ্ছে বিশেষ ট্রেন! কটি ট্রেন চালাতে চায় মমতার সরকার, কী বলছেন অধীর

অবশেষে রাজ্যের উদ্দেশে রওনা দিচ্ছে বিশেষ ট্রেন! কটি ট্রেন চালাতে চায় মমতার সরকার, কী বলছেন অধীর

  • |
Google Oneindia Bengali News

অবশেষে রাজ্যের উদ্দেশে রওনা দিতে চলেছে বিশেষ ট্রেন। সূত্রের খবর অনুযায়ী প্রথম ট্রেনটি আজমেড় শরিফ থেকে ছাড়বে সোমবার সকালে। রাজ্যের শ্রমিকদের জন্য ট্রেনের ব্যবস্থা করা নিয়ে এদিনও রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেন অধীর চৌধুরী।

সোমবার সকালে ছাড়ছে প্রথম ট্রেন

সোমবার সকালে ছাড়ছে প্রথম ট্রেন

প্রথম জানা গিয়েছিল আজমেড় শরিফ ছেকে প্রথম ট্রেনটি ছাড়বে রবিবার বিকেল ৫ টায়। কিন্তু পরে তা পরিবর্তিত হয় বলে জানা গিয়েছে। সোমবার সকালে সেই ট্রেন রাজ্যের উদ্দেশে রওনা দেবে।

রাজ্য চালাতে চায়, মাত্র ২ টি ট্রেন

রাজ্য চালাতে চায়, মাত্র ২ টি ট্রেন

এদিন রেলমন্ত্রী পীষুষ গোয়েলের সঙ্গে কথা বলেন প্রাক্তন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। পরে তিনি জানিয়েছেন, তাঁর কাছে যতটুকু খবর রয়েছে, সেখান থেকে বলা যায়, রাজ্য সরকার দুটি ট্রেন চালাতে চায়। একটি আজমেড় শরিফ থেকে শিয়ালদহ আর একটি কেরল থেকে কলকাতা।

কেন্দ্রের শ্রমিক ট্রেনে ব্যবস্থা রাজ্যের

কেন্দ্রের শ্রমিক ট্রেনে ব্যবস্থা রাজ্যের

এক রাজ্য থেকে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক, পর্যটক, পড়ুয়াদের ফেরত সপাঠাতে বিশেষ ট্রেনের বন্দোবস্ত রেলের। যাতে যাত্রীদের স্টেশনে গিয়ে টিকিট কাটতে হবে না। বিভিন্ন রাজ্যের জন্য নোডাল অফিসার নিযুক্ত করা হয়েছে রেলের তরফে। রাজ্যের তরফেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাত্রীদের মধ্যে টিকিট বন্টন করে ভাড়াও রাজ্যই সংগ্রহ করবে বলে রেলের তরফে জানানো হয়েছে।

English summary
Adhir Chowdhury speaks to Rail Minister on Special Train for Migrant Workers. it is claimed that State Govt is ready to run only two trains
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X