For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অধীর সরব কৃষি আন্দোলন নিয়ে! সংসদের অধিবেশন নিয়ে জোরালো দাবিতে কাকে পাঠালেন চিঠি

অধীর সরব কৃষি আন্দোলন নিয়ে! সংসদের অধিবেশন নিয়ে জোরালো দাবিতে কাকে পাঠালেন চিঠি

  • |
Google Oneindia Bengali News

লোকসভায় বিরোধী দলনেতা কংগ্রেস সাংসদ অধীন চৌধুরী এবার সংসদের বিশেষ অধিবেশনের আহ্বান জানালেন। তিনি একটি চিঠিতে স্পিকার ওম বিড়লার কাছে কোন কোন দাবি তুলে ধরেছেন দেখা যাক।

 সংসদে স্বল্প মেয়াদের অধিবেশনের আর্জি কেন?

সংসদে স্বল্প মেয়াদের অধিবেশনের আর্জি কেন?

কোভিড পরিস্থিতির জের দেশে সংসদের শীতকালীন অধিবেশন বন্ধ রয়েছে। মূলত দিল্লিতে প্রবল করোনা আক্রমণের জেরেএই সিদ্ধান্ত গৃহিত হয়। এদিকে, দেশের কৃষি আন্দোলন নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হতেই কৃষকরা ডাক দেন সংসদের বিশেষ অধিবেশনের। তাঁদের দাবি, সংসদের বিশেষ অধিবেশন ডেকে কৃষিবিল তুলে নেওয়া হোক। এই মর্মে তাঁরা খানিকটা সমর্থন পেয়েছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর।

অধীরের দাবি

অধীরের দাবি

এদিন , কৃষি আন্দোলনের প্রেক্ষাপটে অধীর চৌধুরী স্পিকার ওমন বিড়লাকে পাঠানো একটি চিঠিতে সংসদে ছোট মেয়াদের অধিবেশন ডাকার আর্জি জানান। অধীর চৌধুরীর দাবি কৃষক আন্দোলন নিয়ে সই অধিবেশনে আলোচনার সুযোগ চেয়েই তাঁর এই আর্জি।

 কৃষি আন্দোলন ও অধীর

কৃষি আন্দোলন ও অধীর

দিল্লির ঠান্ডায় রাস্তায় পড়ে কৃষকরা জোরদার আন্দোলন চালাতে শুরু করে দিয়েছেন। এই ঠান্ডার মাঝে তাঁদের এই আন্দোলনকে কুর্নিশ জানিয়ে, সরকারের কাছে অধীরের দাবি, যাতে কৃষকদের পরিস্থিতি পর্যালোচবা করে দেখা হয়।

 আর কোন বিষয় অধীর চৌধুরীর দাবিতে?

আর কোন বিষয় অধীর চৌধুরীর দাবিতে?

শুধু কৃষি আন্দোলন নয়। একটি লম্বা ও স্বচ্ছ্ব আলোচনা কোভিড থেকে আর্থিক ধরাশায়ী পরিস্থিতি নিয়ে করার ডাকও দিয়েছেন অধীর চৌধুরী। তাঁর দাবি যেভাবে কর্মসংস্থানের অভাব দেশে হচ্ছে, লাদাখ সীমান্তে প্রবল চৈনিক আগ্রাসন হচ্ছে তা নিয়েও সংসদে যাতে আলোচনা করা যায়,তার জন্য এই সেশন প্রয়োজন।

রাজ্যের নয় লক্ষ পড়ুয়াকে দেওয়া হবে ট্যাব! নবান্ন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীররাজ্যের নয় লক্ষ পড়ুয়াকে দেওয়া হবে ট্যাব! নবান্ন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

English summary
Adhir Chowdhury on Farmer Agitation, says demand for special parliament session
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X