For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানের বিরুদ্ধে আওয়াজ, চিনের বেলায় চুপ! কেন হাত গুটিয়ে বসে মোদী, প্রশ্ন অধীরের

পাকিস্তান সন্ত্রাসীদের রক্ষা করেছে, আর পাকিস্তানকে রক্ষা করছে চিন। আর আমরা পাকিস্তানের বেলায় আওয়াজ তুলি, কিন্তু চিনের বেলায় চুপ করে থাকি। চিন অন্যায় করছে জেনেও আমরা ভয়ে সিঁটিয়ে থাকি।

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তান সন্ত্রাসীদের রক্ষা করেছে, আর পাকিস্তানকে রক্ষা করছে চিন। আর আমরা পাকিস্তানের বেলায় আওয়াজ তুলি, কিন্তু চিনের বেলায় চুপ করে থাকি। চিন অন্যায় করছে জেনেও আমরা ভয়ে সিঁটিয়ে থাকি। মোদী সরকারের চিন প্রসঙ্গে এই নির্লিপ্ত ভূমিকা নিয়ে এবার সংসদে সরব হলেন কংগ্রেসের লোকসভা দলেনেতা অধীর চৌধুরী।

পাকিস্তানকে হুঁশিয়ারি, চিনের বেলায় চুপ!

পাকিস্তানকে হুঁশিয়ারি, চিনের বেলায় চুপ!

অধীর বলেন, আমরা পাকিস্তানের বিরুদ্ধে বরাবর আওয়াজ তুলে এসেছি। কিন্তু সন্ত্রাসবাদীদের মদতদাতা পাকিস্তানকে চিন বরাবর রক্ষা করে এলেও তাদের বিরুদ্ধে চুপ করে থাকছি, কিছু বলছি না, কোনও পদক্ষেপ নিচ্ছি না। এটা আবার কেমন ব্যাপার। তবে কি চিনকে ভয় পাই আমরা!

সন্ত্রাসে আপোশ তবু চিনকে ভয়

সন্ত্রাসে আপোশ তবু চিনকে ভয়

কংগ্রেসের লোকসভা দলনেতার সাফ কথা, পাকিস্তানকে শাসন করলেও আমরা চিনকে সমীহ করি। তাই আমাদের সরকার চিনকে কিছু বলে না! চিনের ভয়ে আড়ষ্ট থাকে। চিন ও পাকিস্তান দু'টি প্রতিবেশী দেশই সন্ত্রাসের সঙ্গে আপোশ করে চলেছে বরাবর। উভয় দেশই একে অপরের পরিপূরক, তবু আমরা ইতিহাস বদলের কথা ভাবি না।

ভুগোল পরিবর্তন করতে পারি না, ইতিহাস বদলাতে পারি

ভুগোল পরিবর্তন করতে পারি না, ইতিহাস বদলাতে পারি

ভারতের প্রতিবেশী এই দুটি দেশ অর্থাৎ চিন ও পাকিস্তান ভারতকে ঘিরে রয়েছে। আমরা ভূগোল পরিবর্তন করতে পারি না। কিন্তু আমরা তো ইতিহাস পরিবর্তন করতে পারি। কিন্তু কখনও কি আমরা সে কথা ভেবেছি। তাই আমরা পাকিস্তানের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে কড়া মনোভাব পোষণ করলেও, চিনকে এড়িয়ে চলি।

মোদী সরকার হাত গুটিয়ে বসে কেন, প্রশ্ন অধীরের

মোদী সরকার হাত গুটিয়ে বসে কেন, প্রশ্ন অধীরের

অধীর বলেন, চিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জগুলিতে জাহাজ প্রেরণ শুরু করেছে। ভারত মহাসাগর দিয়ে আমাদের সীমায় ঢুকে পড়ছে। আর আমরা হাত গুটিয়ে বসে আছি কেন। কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে গর্জে ওঠেন কংগ্রেস সাংসদ তথা দলনেতা অধীর চৌধুরী।

চিনকে কড়া জবাব দিচ্ছি না কেন, প্রশ্ন অধীরের

চিনকে কড়া জবাব দিচ্ছি না কেন, প্রশ্ন অধীরের

অধীর আরও বলেন, "যদি আমরা পাকিস্তানের প্রতি আমাদের প্রতিক্রিয়াতে এতটাই শক্তিশালী হই, তবে কেন আমরা চিনকে কড়া জবাব দিচ্ছি না। কেন চিনের ব্যাপারে আমরা দুর্বলতা দেখাচ্ছি। আমরা কি চিনকে ভয় পাই? তা খোলাখুলি জানাক কেন্দ্রীয় সরকার। কংগ্রেস এদিন অরুণাচল প্রদেশ, আন্দামান এবং নিকোবরে চিনা অনুপ্রবেশ বন্ধ করতে নোটিশ দিয়েছে কেন্দ্রকে।

মোদী সরকার কি চিনকে ভয় পায়! সন্ত্রাসের সঙ্গে আপোশ প্রসঙ্গ তুলে নিশানা অধীরেরমোদী সরকার কি চিনকে ভয় পায়! সন্ত্রাসের সঙ্গে আপোশ প্রসঙ্গ তুলে নিশানা অধীরের

English summary
Adhir Chowdhury criticizes Narendra Modi government in compare of China and Pakistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X