For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোন জাদু-দণ্ডে ৪২-কে ২৭২ করবেন ‘একা’ মমতা! রাহুলের মন্তব্যের প্রতিক্রিয়ায় অধীর

রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী-মন্তব্যে অস্বস্তিতে পড়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী পাল্টা জানিয়েছেন, তাঁরা রাহুল গান্ধীর নেতৃত্বের বিরোধী জোট চান।

  • |
Google Oneindia Bengali News

দিল্লির মসনদ থেকে নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করাই গুরুত্বপূর্ণ, প্রধানমন্ত্রী পদ নয়। রাহুল গান্ধী সাফ জানিয়েছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী পদ ছাড়তেও রাজি। কংগ্রেস সভাপতির এই মন্তব্যে অস্বস্তিতে পড়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী পাল্টা জানিয়েছেন, তাঁরা রাহুল গান্ধীর নেতৃত্বের বিরোধী জোট চান।

কোন জাদু-দণ্ডে ৪২-কে ২৭২ করবেন ‘একা’ মমতা! রাহুলের মন্তব্যের প্রতিক্রিয়ায় অধীর

অধীর চৌধুরী রাজ্য-রাজনীতিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোর বিরোধী বলেই পরিচিত। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে কংগ্রেস নিধন যজ্ঞ চালাচ্ছেন বলে অভিমত অধীর চৌধুরীর। এমনকী জাতীয় রাজনীতিতে যখন জোটে নিয়ে আগ্রহী রাহুল গান্ধী, তখনও একুশে জুলাইয়ের মঞ্চে আমন্ত্রণ জানিয়ে কংগ্রেস বিধায়কদের যোগদান করানো হয়েছে তৃণমূলে।

অধীর চৌধুরীর অভিযোগ কংগ্রেস নেতাদের ভয় দেখিয়ে, মিথ্যা মামলায় ফাঁসিয়ে তৃণমূলে নিয়ে যাওয়া হচ্ছে। যাঁরা কংগ্রেসকে পরিকল্পিতভাবে শেষ করে দিতে চাইছেন, কংগ্রেসকে প্রতিনিয়ত খুন করছেন, তাঁদের সঙ্গে জোট নিয়েই প্রদেশ কংগ্রেস দ্বিধাবিভক্ত। তাঁকে বিরোধী জোটের নেত্রী মানা বা প্রধানমন্ত্রী মানা প্রদেশ কংগ্রেসের একটা বড় অংশের পক্ষে অসম্ভব।

কোন জাদু-দণ্ডে ৪২-কে ২৭২ করবেন ‘একা’ মমতা! রাহুলের মন্তব্যের প্রতিক্রিয়ায় অধীর

সেই নিরিখেই অধীর চান রাহুল গান্ধীই হন মোদী-বিরোধী জোটের মুখ। তাঁর নেতৃত্বেই আমরা লড়তে চাই। তিনি এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন দিল্লির বুকে দাঁড়িয়েই। অধীরবাবু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো একাই সবকিছু করে ফেলবেন বলছেন। তিনি রাজ্যে ৪২-এ ৪২ পাবেন। আমার তো জানা নেই তাঁর কাছে কোনও জাদু-দণ্ড রয়েছে কি না, যাতে ৪২টা ২৭২ হতে পারে। কেউ যদি জেগে বা ঘুমিয়ে স্বপ্ন দেখে, আমি কী আর বলতে পারি।

এদিকে তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাহুল গান্ধী বৃহত্তম বিরোধী দলের নেতা, তাঁকে দেশের প্রধান বিরোধী দলের সর্বোচ্চ নেতা বললেও অত্যুক্তি হয় না। তিনি যখন একটা কথা বলেছেন, ভাবনা চিন্তা করেই বলেছেন। তবে আমাদের নেত্রী বলেছেন, ওসব নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নেই। ভোটের পরই ওসব ঠিক করা যাবে।

[আরও পড়ুন: মমতা প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, রাহুলের বার্তায় নেত্রীর 'প্রতিক্রিয়া' সুদীপ-বয়ানে][আরও পড়ুন: মমতা প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, রাহুলের বার্তায় নেত্রীর 'প্রতিক্রিয়া' সুদীপ-বয়ানে]

English summary
Congress state president Adhir Chowdhury criticizes Mamata Banerjee on Rahul Gandhi’s PM message. Rahul informs that he agrees to leave PM post to Mamata Banerjere,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X