For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রসঙ্ঘের প্রসঙ্গ উত্থাপন অধীরের, একতরফা সিদ্ধান্তের খোঁটা অমিতকে

কাশ্মীর সমস্যা অভ্যন্তরীণ না দ্বিপাক্ষিক বিষয়। মঙ্গলবার লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী এই প্রশ্ন তুলে দিলেন।

Google Oneindia Bengali News

কাশ্মীর সমস্যা অভ্যন্তরীণ না দ্বিপাক্ষিক বিষয়। মঙ্গলবার লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী এই প্রশ্ন তুলে দিলেন। তিনি এদিন মনে করিয়ে দেন, ১৯৪৮ সাল থেকে রাষ্ট্রসঙ্ঘে নিরাপত্তা পরিষদের পর্যবেক্ষণে রয়েছে কাশ্মীর ইস্যু। সেখানে একতরফা সিদ্ধান্ত নিয়ে জন্মু-কাশ্মীর সংক্রান্ত প্রস্তাব ও বিল পাস করিয়ে নিয়েছে কেন্দ্র।

কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রসঙ্ঘের প্রসঙ্গ উত্থাপন অধীরের, একতরফা সিদ্ধান্তের খোঁটা অমিতকে

মঙ্গলবার লোকসভায় অধীর চৌধুরী রাষ্ট্রসঙ্ঘের প্রসঙ্গ উত্থাপন করতেই সরকার পক্ষ কংগ্রেসের অবস্থান জানতে চায়। অমিত শাহ সরাসরি প্রশ্ন করেন, কংগ্রেস কি এই ইস্যুকে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ দাবি করছে। কংগ্রেস কি চাইছে রাষ্ট্রসংঘ এর মধ্যে হস্তক্ষেপ করুক। তার জবাবে অধীর চৌধুরী বলেন, সরকার স্পষ্ট করুক কাশ্মীর ইস্যু অভ্যন্তরীণ না দ্বিপাক্ষিক।

তিনি এদিন অমিত শাহকে কড়া জবাব দিয়ে বলেন, আপনি বলেছেন যে এটি একটি অভ্যন্তরীণ বিষয়। তবে ১৯৪৮ সাল থেকে জাতিসংঘ কর্তৃক এটি পর্যবেক্ষণ করা হচ্ছে, এটি কি কোনও অভ্যন্তরীণ বিষয়? আমরা সিমলা চুক্তি ও লাহোর ঘোষণাপত্রে স্বাক্ষর করেছি, এটি কোনও অভ্যন্তরীণ বিষয় না দ্বিপক্ষীয়? এ প্রসঙ্গে অমিত শাহ মনে করিয়ে দেন, জম্মু-কাশ্মীর বারতের অবিচ্ছেদ্য অংশ। আমরা সাংবিধানিক পথেই এই সমস্যার সমাধান করব।

English summary
Adhir Chowdhury criticizes Amit Shah to raise United Nation’s role on Kashmir issue. He attacks Amit Shah on Shimla Agreement & Lahore Declaration
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X