For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী বাবা পার করেগা, বিজেপি সাংসদদের মনোভাব নিয়ে জ্বালাময়ী ভাষণ অধীরের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বিজেপি সাংসদদের একহাত নিলেন অধীর চৌধুরী। স্বয়ং প্রধাননমন্ত্রীকে মোদী বাবা সম্বোধনে জ্বালাময়ী ভাষণ দিলেন কংগ্রেসের লোকসভা দলনেতা।

Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বিজেপি সাংসদদের একহাত নিলেন অধীর চৌধুরী। স্বয়ং প্রধাননমন্ত্রীকে মোদী বাবা সম্বোধনে জ্বালাময়ী ভাষণ দিলেন কংগ্রেসের লোকসভা দলনেতা। তিনি বলেন, বিজেপির সাংসদরা সবাই নরেন্দ্র মোদীর উপর নির্ভর করে থাকেন। মোদীজির প্রশংসা করেই কাজ সারেন। যেন মোদী বাবা পার করেগা।

মোদী বাবা পার করেগা, বিজেপি সাংসদদের মনোভাব নিয়ে জ্বালাময়ী ভাষণ অধীরের

বিজেপি সাংসদদের মনোভাবের সমালোচনা করে তিনি মনে করিয়ে দেন, কংগ্রেসের সঙ্গে সংখ্যা কম থাকতে পারে, কংগ্রেস কিন্তু লড়াইয়ের ময়দান থেকে সরে আসবে না। আম-আদমির হয়ে লড়াই চালিয়ে যাবে। বিজেপি নেতারা নরেন্দ্র দামোদর দাস মোদীকে নরেন্দ্র দত্তের সঙ্গে একই আসনে বসাচ্ছেন। তা কখনই মানা সম্ভব নয়। মঙ্ক আর মনস্টারের কখনও তুলনা চলে না। তেমনই তুলনা চলে না নরেন্দ্র দত্তের সঙ্গে নরেন্দ্র দামোদর দাস মোদীর।

কারণ, নরেন্দ্র দত্ত আর নরেন্দ্র দামোদরদাস মোদী কখনও এক হতে পারেন না। এ প্রসঙ্গে ইন্দিরা ইজ ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ ইন্দিরা প্রসঙ্গ উত্থাপন করা হয়। তার পরিপ্রেক্ষিতে অধীর বলে ওঠেন, কোথায় গঙ্গা আর কোথায় গন্ধ নালা। এরপরই লোকসভা কক্ষে শোরগোল শুরু হয়ে যায়। অধীর চৌধুরী এ জন্য ক্ষমা প্রার্থনা করেন।

তিনি বলেন, আমার কথায় প্রধানমন্ত্রী যদি দুঃখ পেয়ে থাকেন আমি ক্ষমা প্রার্থী। আমি নালি বলতে চাইনি, আমি চ্যানেল বলতে চেয়েছি। আমার হিন্দি ভালো নয়, সেই কারণেই নালি কথা উচ্চারিত হয়েছে। আমি ক্ষমাপ্রার্থী। আমার কোনও উদ্দেশ্য ছিল না প্রধানমন্ত্রীকে আঘাত করার। আমি শুধু নরেন্দ্র দত্ত আর নরেন্দ্র মোদীর পার্থক্য বোঝাতেই এই উদাহারণ তুলে ধরতে চেয়েছিলাম।

সোমবার লোকসভায় রাষ্ট্রপতির জবাবি ভাষণে বিজেপি তথা মোদী সরকারের কঠোর সমালোচনা করে কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী বলেন, রাষ্ট্রপতির ভাষণ কেন্দ্রের সরকারের বিকৃতির চিত্রই স্পষ্ট করেছে। দেশের উন্নয়নের কংগ্রেসের অবদানকে বিকৃত করা হয়েছে। তারপর বিজেপি সাংসদের নরেন্দ্র দত্তের সঙ্গে নরেন্দ্র মোদীর তুলনা প্রসঙ্গে অধীর মোদীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনার জ্ঞানের তুলনা নেই, তা বলে আপনি নরেন্দ্রনাথ দত্ত নন। আপনি নরেন্দ্র দামোদর দাস মোদী। এরপরই তিনি তুলনা করেন গঙ্গা ও গন্ধা নালির সঙ্গে।

English summary
Adhir Chowdhury counters BJP MP’s attitude on Narendra Modi. He criticizes BJP MP’s as ‘Modi baba par karega’
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X