For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভায় কংগ্রেসের ব্যাটন অধীরের হাতে, রাহুলের আমলে বাংলার মহাপ্রাপ্তি

লোকসভায় কংগ্রেসের দলনেতা হলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী। মু্র্শিদাবাদের রবিন হুডের উপরই এবার লোকসভায় ভারতের জাতীয় কংগ্রেসের দায়িত্ব দিলেন সোনিয়া ও রাহুল।

Google Oneindia Bengali News

লোকসভায় কংগ্রেসের দলনেতা হলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী। মু্র্শিদাবাদের রবিন হুডের উপরই এবার লোকসভায় ভারতের জাতীয় কংগ্রেসের দায়িত্ব দিলেন সোনিয়া ও রাহুল। সোমবার এই খবর সামনে এসেছিল। প্রদেশের কংগ্রেস পক্ষ এই সম্ভাবনার কথা জানিয়েছিলেন নেতারা। এদিন সোনিয়া গান্ধী তাঁর নাম ঘোষণা করেন লোকসভার দলনেতা হিসেবে।

অধীর চৌধুরীকে লোকসভার গুরুদায়িত্ব

অধীর চৌধুরীকে লোকসভার গুরুদায়িত্ব

অধীর চৌধুরী পাঁচবারের সাংসদ। তিনি তাঁর একক দক্ষতায় প্রতিকূল পরিস্থিতিতেও কংগ্রেসের গড় ধরে রাখতে পেরেছেন। বহরমপুর থেকে তিনি জয়ী হয়েছেন। এদিন তাঁর পুরস্কার পেলেন অধীর চৌধুরী। কংগ্রেস হাইকম্যান্ড অধীর চৌধুরীকে লোকসভার গুরুদায়িত্ব দিয়ে এক ঢিলে দু-পাখি মারল।

রাহুল রাজি নয়, অধীরকে দায়িত্ব

রাহুল রাজি নয়, অধীরকে দায়িত্ব

সোনিয়া গান্ধী কংগ্রেসের পার্লামেন্টারি কমিটির চেয়ারম্যান হিসেবে চেয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী নিজে নেতৃত্ব দিন লোকসভায়। কিন্তু রাহুল গান্ধী চাননি। তিনি লোকসভায় পরাজয়ের পর দলের সভাপতি পদেই থাকতে চাইছেন না। তারপর লোকসভার দায়িত্ব নিতে তিনি অস্বীকার করেন।

অধীরের নাম ঘোষণা সোনিয়ার

অধীরের নাম ঘোষণা সোনিয়ার

এরপরই দলের গুরুত্বপূর্ণ সাংসদ হিসেবে অধীর চৌধুরীর নাম ওঠে। তিনি দীর্ঘ পাঁচ বারের সাংসদ। তারপর এবার প্রতিকূল পরিস্থিতিতে নিজে বাংলা থেকে জয়ী হয়েছেন। তাঁর মতো যোগ্য ব্যক্তিকে অস্বীকার করতে পারেননি সোনিয়া গান্ধী। অধীর চৌধুরীর নাম ঘোষণা করলেন লোকসভার দলনেতা হিসেবে।

অধীর তৈরি চ্যালেঞ্জ নিতে

অধীর তৈরি চ্যালেঞ্জ নিতে

লোকসভায় কংগ্রেসের দলনেতা হয়ে অধীরও তৈরি এই চ্যালেঞ্জ নিতে। শক্তিশালী বিজেপির সমস্ত বাণ আটকাতে তিনিই নেতৃত্ব দেবেন কংগ্রেসকে। অধীর চৌধুরীকে লোকসভার দলনেতা করে একইসঙ্গে বাংলাকেও গুরুত্ব দিলেন সোনিয়া গান্ধী।

English summary
Adhir Chowdhury becomes congress leader in Lok Sabha. Sonia Gandhi announces his name as congress leader.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X