For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডোনাল্ড ট্রাম্প কি ভগবান? প্রশ্ন তুলে বিজেপিকে বিঁধলেন অধীর চোধুরীর

Google Oneindia Bengali News

২৪ ফেব্রুয়ারি ভারতে সফরে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই উপলক্ষে আহমেদাবাদে ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানাতে রাস্তার দুই ধারে উপস্থিত থাকবেন ৭০ লক্ষ মানুষ। আর এই খবর জানাজানি হতেই বেজায় চটেছেন সংসদে কংগ্রেসের দলনেতা তথা বাংলার সাংসদ অধীর চৌধুরী। এই বিষয়ে ক্ষমতাসীন বিজেপির দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন অধীর চৌধুরী। তিনি প্রশ্ন করেন, 'ট্রাম্প কি ভগবান যে তাঁর জন্য এই আয়োজন করা হচ্ছে?'

ট্রাম্প কি ভগবান?

ট্রাম্প কি ভগবান?

সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলেন, 'ট্রাম্প কি ভগবান যে তাঁকে আমন্ত্রণ জানাতে ৭০ লক্ষ মানুষের সমাগম হবে। এই দেশে তিনি নিজের স্বার্থে আসছে। এখানে এসে ট্রাম্প বাণিজ্য চুক্তিও করবে না। এখানে সে শুধু আমেরিকার স্বার্থে আসছে। আমাদের খুশি করতে এখানে তিনি আসছেন না।'

ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানাবে ৭০ লক্ষ মানুষ

ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানাবে ৭০ লক্ষ মানুষ

এখনও পর্যন্ত যা খবর তাতে চলতি মাসের ২৪ ও ২৫ তারিখ ভারতে সফরে আসবেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর সঙ্গে থাকবেন আমেরিকার ফার্সট লেডি মেলানিয়া ট্রাম্প। সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতে পৌঁছাবেন। সেখানেই তাঁকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন ৭০ লক্ষ মানুষ।

ভারত সফর নিয়ে ট্রাম্পের উচ্ছ্বাস প্রকাশ

ভারত সফর নিয়ে ট্রাম্পের উচ্ছ্বাস প্রকাশ

১২ ফেব্রুয়ারি ওয়াশিংটনের ওভাল অফিসে নিজের ভারত সফরের কথা ঘোষণা করে ট্রাম্প রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করে বলেছিলেন, তাঁকে স্বাগত জানাতে লাখ লাখ মানুষ বিমানবন্দর থেকে বিশ্বের সর্ববৃহৎ নবনির্মিত সর্দার প্যাটেল স্টেডিয়াম পর্যন্ত যাত্রাপথে উপস্থিত থাকবেন। আর এই স্টেডিয়ামেই ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্তত এক লাখ দর্শকের উদ্দেশ্যে বক্তৃতা দেবেন।

মোতেরা স্টেডিয়ামে 'নমস্তে ট্রাম্প'

মোতেরা স্টেডিয়ামে 'নমস্তে ট্রাম্প'

এদিকে ট্রাম্পের প্রথম ভারত সফর ঘিরে বিশেষ এক অনুষ্ঠান 'নমস্তে ট্রাম্প' আয়োজিত হতে চলেছে গুজরাতের মোতেরা স্টেডিয়ামে। আর ট্রাম্পের এই অনুষ্ঠান ঘিরে বিজেপি শাসিত গুজরাতে একের পর এক অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে। যার জেরে বস্তি উচ্ছেদ থেকে শুরু করে রাস্তা চলতি কুকুরদের খাঁচাবন্দি করার কাজ শুরু হয়েছে গুজরাতে।

সফরের জন্য আহমেদাবাদে বন্ধ করা হচ্ছে পানের স্টল

সফরের জন্য আহমেদাবাদে বন্ধ করা হচ্ছে পানের স্টল

গুজরাতের বিভিন্ন জায়গায় যাতে রাস্তায় পথচলতি কুকুর দেখা না যায়, তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে গুজরাত প্রশাসন। বস্তি উচ্ছেদ ঘিরে ইতিমধ্যেই গুজরাতে একের পর এক পদক্ষেপ নিয়েছে বিজেপি প্রশাসন। পান খেয়ে রাস্তার ধারে যাতে পিক না ফেলা হয়, তার জন্যও বেশ কিছু ব্যবস্থা নিচ্ছে আমেদাবাদ পুরসভা। যে পথ দিয়ে ট্রাম্পের আমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে ঢোকার কথা,সেই রাস্তার ধারের সমস্ত পান স্টল 'সিল' করা হচ্ছে।

English summary
adhir chowdhury attacks bjp for grand reception, asks is donald trump god
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X