For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টার্গেট বিহার বিধানসভা ভোট, সুশান্ত সিং রাজপুত কাণ্ডে অতিতৎপতা চলবে এজেন্সিগুলির, কটাক্ষ অধীরের

টার্গেট বিহার বিধানসভা ভোট, সুশান্ত সিং রাজপুত কাণ্ডে অতিতৎপতা চলবে এজেন্সিগুলির, কটাক্ষ অধীরের

Google Oneindia Bengali News

বিহার বিধানসভা ভোটের আগে সুশান্ত সিং রাজপুতের তদন্তে অতি তৎপরতা দেখাবে এজেন্সি গুলি। বিজেপি সরকারকে টার্গেট করে ফের আক্রমণ শানালেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। বিহার বিধানসভা ভোটের জন্য ইডি, এনসিবি এবং সিবিআই তিন তিনটি কেন্দ্রীয় এজেন্সি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে উঠে পড়ে লেগেছে বলে দাবি করেছেন তিনি। ভোট শেষ হলেই তদন্তে ভাঁটা পড়বে।

অধীরের আক্রমণ

অধীরের আক্রমণ

বিহারে বিধানসভা ভোট জিততে সুশান্ত সিং রাজপুরেত মৃত্যুর তদন্তে তৎপতা শুরু করেছে বিজেপি। সেকারণেই এনসিবি, ইডি, সিবিআই এক যোগে তদন্তে তৎপরতা দেখাবে। বিহারে বিধানসভা ভোটের জন্য সুশান্ত সিং রাজপুতের ম়ৃত্যুর তদন্তকে হাতিয়ার করা হবে বলে অভিযোগ করেছেন অধীর চৌধুরী।

বিহারে বিধানসভা ভোট

বিহারে বিধানসভা ভোট

করোনা পরিস্থিতির মধ্যেই বিহারে বিধানসভা ভোট ঘোষণা করা হয়েছে। অক্টোবর মাসের শেষ থেকেই শুরু হবে ভোট। তার জন্য একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। প্রচারেও একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকী ভোট দানের ক্ষেত্রেও একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

সুশান্তের মৃত্যু তদন্ত

সুশান্তের মৃত্যু তদন্ত

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে তৎপরতা শুরু করেছে এনসিবি। সুশান্তকে মাদক দেওয়ার ঘটনায় একে এতে বলিউডে মাদক যোগ প্রকাশ্যে এসে পড়েছে। দীপিকা পাড়ুকোণকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে এনসিবি। প্রসঙ্গত উল্লেখ্য সিএএ প্রতিবাদের সময় জেএনইউতে প্রতিবাদীদের সঙ্গে দেখা করেছিলেন তিনি। তাঁদের প্রতিবাদকে সমর্থন জানিয়েছিলেন।

রাজনৈতিক টানাপোড়েন

রাজনৈতিক টানাপোড়েন

রাজনৈতিক উত্তাপ শুরু হয়ে গিয়েছে বিহারে। আসন ভাগাভাগি নিয়ে এনডিএ শিবিরেও অসন্তোষ দানা বাঁধতে শুরু করেছে। ইতিমধ্যেই চিরাগ পাসোয়ান আসন ভাগাভাগি নিয়ে অমিত শাহকে চিঠি িলখেছে। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জেপি নাড্ডাকেও এই নিয়ে চিঠি দিয়েছেন চিরাগ পাসোয়ান।

জঙ্গলমহলে শক্তি হারাচ্ছে বিজেপি, মমতার ডাকে সাড়া দিয়ে ঘরওয়াপসির হিড়িকজঙ্গলমহলে শক্তি হারাচ্ছে বিজেপি, মমতার ডাকে সাড়া দিয়ে ঘরওয়াপসির হিড়িক

English summary
Congress MP Adhir Chowdhury alleged Modi government use agencies on Sushant Singh Rajput case for Bihar election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X