প্রবীণ নাগরিকদের পেনশন প্রকল্পে আধার বাধ্যতামূলক করতে চলেছে সরকার
প্রধানমন্ত্রী পেনশন প্রকল্পে আধার বাধ্যতামূলক করতে চলেছে মোদী সরকার। দেশের প্রবীণ নাগরিকদের জন্য পেনশন প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। ২০১৭-১৮ আর্থিক বর্ষ এবং ২০১৮-১৯ অর্থবর্ষের বাজেটে এই প্রকল্পটি ঘোষণা করে মোদী সরকার। গত ২৩ ডিসেম্বর সরকারের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে প্রবীণ নাগরিকদের আধার থাকা বাধ্যতামূলক। প্রকল্পের আবেদন করার আগেই তাঁদের আধার নম্বর দিতে হবে সরকারকে।

এই প্রকল্পে গ্রহকদের একটি সময় পর্যন্ত অর্থ জমা করতে হবে সরকারের ঘরের। তারপরে সেই সময় অতিক্রম হয়ে গেলে ৮ শতাংশ হারে প্রতিমাসে সুদ সহ মাসিক পেনশন পাবেন তাঁর। সেই সুবিধার জন্য ব্যাঙ্কে আবেদন জানাতে হবে। আবেদন পত্রের সঙ্গে দিতে হবে আধার নম্বর। তারপরেই এই সুবিধা পাবেন প্রবীণ নাগরিকরা।
২০১৮-১৯ আর্থিক বর্ষে ১৫ লাখ টাকা পর্যন্ত এই প্রকল্পে পেনশন ঘোষণা করা হয়েছে। ২০২০ সালের মার্চ মাস পর্যন্ত এই প্রকল্পের আবেদন জানানোর সুযোগ রয়েছে।