For Quick Alerts
For Daily Alerts

দিল্লির জামা মসজিদের বাইরে মোতায়েন করা হল অতিরিক্ত পুলিশ বাহিনী
দিল্লির জামা মসজিদের বাইরে মোতায়েন করা হল অতিরিক্ত পুলিশ বাহিনী
অযোধ্যা রায়ের পরই পুরনো দিল্লির জামা মসজিদ এলাকায় নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, শনিবার ওই এলাকায় দোকান–পাট খুললেও, পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। যে কারণে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ওখানে।

যে কোনও ঘটনার মোকাবিলা করার জন্য জামা মসজিদের বাইরে পুলিশের ভ্যান ও ২টো বাসে করে পুলিশ টহলদারি দিচ্ছে। মসজিদের বাইরেও রয়েছে পুলিশ। স্থানীয়রা জানিয়েছে, অন্য দিনের তুলনায় শনিবার এ অঞ্চলে অতিরিক্ত পুলিশ রয়েছে। এদিনই অযোধ্যা মামলার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। যেখানে বলা হয়েছে যে অযোধ্যার বিতর্কিত জমি রাম লল্লার এবং ওখানেই গড়ে তোলা হবে রামমন্দির। তবে মুসলিমদেরকে বিকল্প জমি দেওয়া হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
'খুশি নই, ফের আবেদনের চিন্তাভাবনা', অযোধ্যা রায়দানের পর বললেন ওয়াকফ বোর্ডের আইনজীবী
অযোধ্যা মামলার নেপথ্যে রয়েছে যে পাঁচটি গুরুত্বপূর্ণ ঘটনা
Comments
English summary
Delhi Police's Vajra Van and police personnel in two buses have been stationed outside the mosque to deal with any situation.