For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানের সংঘর্ষ বিরতি রুখতে আন্তর্জাতিক সীমান্তে মোতায়েন দশ হাজার বিএসএফ

পাকিস্তানের সংঘর্ষ বিরতি রুখতে আন্তর্জাতিক সীমান্তে মোতায়েন দশ হাজার বিএসএফ

Google Oneindia Bengali News

প্রায়দিনই পাকিস্তানের পক্ষ থেকে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন এবং কাশ্মীর নিয়ে অশান্তি–উত্তেজনার মধ্যেই নরেন্দ্র মোদীর সরকার নতুন এক পদক্ষেপ নেওয়ার চিন্তা–ভাবনা করল। জানা গিয়েছে, আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ–এর অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, জম্মু–কাশ্মীর থেকে গুজরাট পর্যন্ত বিস্তৃত সীমান্তে ১০ হাজার বিএসএফ জওয়ানদের মোতায়েন করা হবে।

পাকিস্তানের সংঘর্ষ বিরতি রুখতে আন্তর্জাতিক সীমান্তে মোতায়েন দশ হাজার বিএসএফ


বিএসএফ ছাড়াও ১০টি অতিরিক্ত ব্যাটেলিয়নদের মোতায়েন করবে কেন্দ্র সরকার। তবে সুরক্ষার খাতিরে কবে এই বাহিনীদের মোতায়েন করা হবে তা নিয়ে কিছু জানানো হয়নি সরকারের পক্ষ থেকে। পাকিস্তান–মদতপুষ্ট সন্ত্রাসবাদকে খতম করতে মোদী সরকার দৃঢ় প্রতিজ্ঞ। জম্মু–কাশ্মীরের ওপর থেকে ৩৭০ ধারা বিলোপের পর থেকেই পাকিস্তান ক্রমাগত উপত্যকায় হামলা করে চলেছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গিয়েছে, গত তিনমাস ধরে পাকিস্তানের জঙ্গিরা সীমান্তের মাধ্যমে এ দেশে হামলার জন্য অবৈধভাবে বেশ কিছুজনকে প্রবেশ করানোর চেষ্টা করছে। সেপ্টেম্বরের গোড়ার দিকে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে পাকিস্তানী সেনা এ বছর মোট ২,০৫০ বার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে এবং ২১জন ভারতীয় নিহত হয়েছে।

জম্মু–কাশ্মীরের সীমান্তই নয়, পাকিস্তান গুজরাট সীমান্তেও সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে। ভারতীয় গোয়েন্দারা জানিয়েছে, পাকিস্তানের প্রশিক্ষণরত কম্যান্ডরা গুজরাটের হারামি নালার মাধ্যমে ভারতে ঢোকার চেষ্টা করছে। বিএসএফ ইতিমধ্যেই সীমান্তে সেনা মোতায়েন করে রেখেছে যাতে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া যেতে পারে।

আব্দুল কালামের নামে শিক্ষা পুরস্কারের নাম বদল, সমালোচনার মুখে জগন মোহনের সরকারআব্দুল কালামের নামে শিক্ষা পুরস্কারের নাম বদল, সমালোচনার মুখে জগন মোহনের সরকার

English summary
In early September, the Home Ministry reported that Pakistani troops had violated ceasefire agreements a total of 2,050 times this year and killed 21 Indians,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X