For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেস কর্মী হলে নামের আগে 'পাপ্পু' বসান, পরামর্শ অনিল ভিজের

হরিয়ানার মন্ত্রিসভার সদস্য তথা বিজেপি নেতা অনিল ভিজ সবসময়ই বিতর্কের মধ্যে থাকেন। এবারও নতুন করে বিতর্কিত মন্তব্য করে বসলেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

হরিয়ানার মন্ত্রিসভার সদস্য তথা বিজেপি নেতা অনিল ভিজ সবসময়ই বিতর্কের মধ্যে থাকেন। এবারও নতুন করে বিতর্কিত মন্তব্য করে বসলেন তিনি। বিজেপি লোকসভা ভোটকে সামনে রেখে ম্যায় ভি চৌকিদার প্রচার চালাচ্ছে। বিজেপি নেতা কর্মীরা তাঁদের সোশ্যাল মিডিয়ায় নিজের নামের আগে এই শব্দবন্ধ ব্যবহার করছেন। যা নিয়ে কংগ্রেস কটাক্ষ করেছে।

কংগ্রেস কর্মী হলে নামের আগে পাপ্পু বসান, পরামর্শ অনিল ভিজের

এদিকে অনিল ভিজ কংগ্রেস কর্মীদের পাল্টা কটাক্ষ করে বলেছেন, আমরা নামের আগে ম্যায় ভি চৌকিদার লিখেছি। যাদের অসুবিধা হচ্ছে, সেই কংগ্রেস কর্মীরা নামের আগে পাপ্পু লিখুন। তাতে বিজেপির কোনও আপত্তি থাকবে না বলেও তিনি জানিয়েছেন।

[আরও পড়ুন:কংগ্রেস কর্মী হলে নামের আগে 'পাপ্পু' বসান, পরামর্শ অনিল ভিজের ][আরও পড়ুন:কংগ্রেস কর্মী হলে নামের আগে 'পাপ্পু' বসান, পরামর্শ অনিল ভিজের ]

এই পাপ্পু শব্দটিকে বিজেপি অনেকদিন হল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে কটাক্ষ করতে ব্যবহার করছে। নরেন্দ্র মোদীকে রাফালে মামলায় দুর্নীতি করেছেন বলে তোপ দেগে রাহুল বারবার চৌকিদার চোর হ্যায় স্লোগান দিয়েছেন। তারই পাল্টা দিলেন অনিল ভিজ।

[আরও পড়ুন:বেঙ্গালুরুতে মোদী মোদী স্লোগানে গ্রেফতার! রাহুলকে আক্রমণ অমিত শাহের][আরও পড়ুন:বেঙ্গালুরুতে মোদী মোদী স্লোগানে গ্রেফতার! রাহুলকে আক্রমণ অমিত শাহের]

প্রসঙ্গত, গত শনিবার থেকে দেশ জুড়ে লোকসভা ভোটের অভিনব প্রচার শুরু করেছে বিজেপি। নেতৃত্বে স্বয়ং প্রধানমন্ত্রী মোদী। এছাড়া তাবড় বিজেপি নেতৃত্ব তাতে যোগ দিয়েছে। সকলে সোশ্যাল মিডিয়ায় নিজের নামের আগে ম্যায় ভি চৌকিদার স্লোগান জুড়ে দিয়েছেন।

English summary
Add Pappu before your name, Haryana BJP leader Anil Vij asks Congress workers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X