For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেষ বয়ানে এক চিকিৎসককে দায়ী করে গেলেন আত্মঘাতী অভিনেত্রী

Google Oneindia Bengali News

মুম্বই, ১৯ মে : শনিবার মুম্বইয়ের লোখণ্ডওয়ালার বাড়ির শৌচাগারে গলা কাটা অবস্থায় দেহ উদ্ধার হন অভিনেত্রী শিখা যোশী। কিন্তু মরার আগে তাঁর এই পদক্ষেপের জন্য এক কসমেটিক সার্জেনকে দায়ী করে গিয়েছেন শিখা।

শিখার রুমমেট মধু ভারতী রক্তাক্ত শিখাকে হাসাপাতালে নিয়ে যাওয়ার সময় মধুর রেকর্ড করা ভিডিওটি নিজের শেষ বয়ান দিয়ে যান শিখা। ওই চিকিৎসক ছাড়াও 'বহু বিবাহিত পুরুষ' এর জন্য দায়ী বলেও অভিযোগ জানিয়ে গিয়েছেন তিনি। ['বিএ পাশ' অভিনেত্রী শিখা যোশীর অস্বাভাবিক মৃত্যু, বাড়িতেই মিলল গলা কাটা দেহ]

এই ভিডিও ক্লিপ এবং শিখার গলার আঘাতের চিহ্ন দেকে এটা নিশ্চিত যে আত্মহত্যাই করেছেন শিখা। জানিয়ে দিয়েছে ভারসোভা পুলিশ। যে শল্যচিকিৎসকের নাম বলেছেন শিখা তার বিরুদ্ধে ৪ বছর আগে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছিলেন তিনি। শিখার মৃত্যুর ঘটনায় খুব শীঘ্রই ওই শল্য চিকিৎসককে জেরা করা হবে।

শেষ বয়ানে এক চিকিৎসককে দায়ী করে গেলেন আত্মঘাতী অভিনেত্রী

শিখা আত্মহত্যা মামলার মুল সাক্ষী মধু। মধু জানিয়েছেন, "শনিবার রাতে আমি, আমার স্বামী, দুই বন্ধপ অনু ও রিয়াজ প্রায় এত গল্প করছিলাম যে ভোর সাড়ে চারটে বেজে যায়। শিখাও ছিল। তারপর ঘুমিয়ে পড়েছিলাম। আমি যখন পৌনে ছটা নাগাদ উঠলাম শিখাকে খুঁজে পাচ্ছিলাম না।

একটা আওয়াজ পেলাম শৌচাগার থেকে। দেখি দরজা ভিতর থেকে বন্ধ। ভিতর থেকে শিখার গোঙানির শব্দ, 'সব শেষ, কেউ আমাকে বাঁচাতে পারবে না।'

এরপরে আমি যখন দরজায় জোরে ধাক্কা দিতে শুরু করি, তখন ও বলতে থাকে, আমি বেরব না, বেরলেই সবাই আমাকে সবাই ধরে ফেলবে। আমি ওকে বোঝালাম, বাইরে আমরা ওর কয়েকজন বন্ধুই শুধু রয়েছে, চা খেতে খেতে আমরা সমস্যার সমাধানের চেষ্টা করব।" [টেলিভিশন অভিনেতা রনি চক্রবর্তীর অস্বাভিক মৃত্যু, শোকের ছায়া টলিউডে]

এরপর শিখা দরজা খুলে দেয় ঠিকই কিন্তু ওখানেই সে পড়ে যায় বলে মধু পুলিশকে জানিয়েছেন। বাথরুমের মাটি তখন রক্তে ভেসে যাচ্ছে। ওর জামা কাপড়ে এমন কোনও জায়গা নেই যেখানে রক্ত লেগে নেই। তখন জ্ঞান ছিল শিখার। 'আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। তাই ভিডিও রেকর্ডের কথা মনে হল। কেন শিখা এমন করল সেটাও তখন জানাটা প্রয়োজন ছিল।'

মধুর কথায়, শিখা তাঁকে আগে বলেছিলেন ইন্ডাস্ট্রিতে কীভাবে তিনি শোষিত হয়েছেন। অভিনয়ের কাজ পাচ্ছিলেন না, হাতে সময়মতো পারিশ্রমিকও পাচ্ছিলেন না। যে তিনি আত্মঘাতী হন শিখা সেদিন তিনি মদ্যপ অবস্থায় ছিলেন।

পুলিশ সূত্রে বলা হয়েছে, এই ভিডিও ক্লিপটি যাচাইয়ের জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে। শিখার দাদাকেও খবর দেওয়া হয়েছে, এই বিষয়ে শিখার দাদার থেকেও জানতে চাওয়া হবে।

English summary
Actor names doctor in dying declaration
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X