For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই ইস্যুতে সহমত! মোদীর পাশেই রজনীকান্ত

একদেশ এক নির্বাচন তত্ত্বকে সমর্থন করেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া তামিল সুপারস্টার রজনীকান্ত। রবিবার তিনি এবিষয়ে তাঁর বক্তব্য জানান। তাঁর মতে, এতে জনতার টাকা বাঁচবে।

Google Oneindia Bengali News

একদেশ এক নির্বাচন তত্ত্বকে সমর্থন করেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া তামিল সুপারস্টার রজনীকান্ত। রবিবার তিনি এবিষয়ে তাঁর বক্তব্য জানান। তাঁর মতে, এতে জনতার টাকা বাঁচবে। বিষয়টি নিয়ে টুইটারেও নিজের মত ব্যক্ত করেছেন রজনীকান্ত।

এই ইস্যুতে সহমত! মোদীর পাশেই রজনীকান্ত

সম্প্রতি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই তত্ত্বে নিজের সমর্থনের কথা জানিয়েছিলেন। তবে সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে ঐক্যমত্যের ওপর জোর দিয়েছিলেন তিনি। এর জন্য ২০২৪ পর্যন্ত সময় লাগলেও লাগতে পারে বলে মন্তব্য করেছিলেন তিনি।

এর আগে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছিলেন, এক দেশ এক নির্বাচন তত্ত্বে দেশে নির্বাচনী প্রক্রিয়ায় স্থায়িত্ব আসবে। একইসঙ্গে দেশ তথা সাধারণ মানুষের অর্থ বাঁচবে বলেও মন্তব্য করেছিলেন তিনি।
রবিশঙ্কর প্রসাদ আরও বলেছিলেন, মাঝে মধ্যে নির্বাচন হলে, সাধারণের অতিরিক্ত অর্থ ব্যয় হয়। আধিকারিকদের পোস্টিং-এর পিছনের অর্থ ব্যয় হয়। প্রভাব পড়ে সরকারি কাজে। ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় স্থায়িত্ব আসা উচিত বলে মন্তব্য করেছিলেন তিনি।

২০১৮-র এপ্রিলে ল কমিশন লোকসভা ও রাজ্য বিধানসভাগুলির নির্বাচন একসঙ্গে করতে মত দিয়েছিল। ২০১৯-এ দুটি ধাপে এই নির্বাচন সম্পন্ন করার কথাও জানানো হয়েছিল। তবে তারজন্য সংবিধানের দুটি ধারার সংশোধনের প্রয়োজন।

English summary
Actor turned politician Rajinikanth extends his support to the One-Nation-One-Election theory
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X