For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এলওসি ছবিতে সুনীল শেঠি আমার চরিত্রেই অভিনয় করেছিলেন, কার্গিলে স্মৃতিমেদুর জওয়ান

  • By Richa Bajpai
  • |
Google Oneindia Bengali News

এলওসি ছবিতে সুনীল শেঠি আমার চরিত্রেই অভিনয় করেছিলেন, কার্গিলে স্মৃতিমেদুর জওয়ান
দ্রাস, ২৬ জুলাই : ঠিক ১৫ বছর আগে আজকের দিনেই শুরু হয়েছিল কার্গিল যুদ্ধ। ১৯৯৯ সালের এই দিনটি আজও যেন স্মৃতিতে তরতাজা রয়েছে। যুদ্ধ শেষে, চার জওয়ানকে পরমবীরচক্রে সম্মানিত করা হয়েছিল। তাঁদেরই মধ্যে একজন সঞ্জয় সিং যাদব।

এই সঞ্জয় কুমার সিংকে মর্যাদাপূর্ণ সম্মান দিয়েছিল ভারত সরকার। ২০০৩ সালে মুক্তি পাওয়া এলওসি ছবিতেও এই সাহসী সেনা অফিসারের চরিত্র তুলে ধরা হয়েছিল। আর সেই চরিত্রে অভিনয় করেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সুনীল শেঠী।

কার্গিল বিজয় দিবসের পূর্তি উপলক্ষে জওয়ান সঞ্জয় সিংহের সঙ্গে আলাপচারিতায় ওয়ানইন্ডিয়া। মন উজার করে কথা বললেন সঞ্জয়।

শহীদ ক্যাপ্টেন বতরা খোলা মনের মানুষ ছিলেন

সঞ্জয় সিং প্রতি বছরই কার্গিলে একবার যান। প্রয়াত ক্যাপ্টেন বিক্রম বতরাকে আজও মনে পরে তাঁর। সঞ্জয় সিং জানালেন, "আমরা একে অপরের খুব ভাল বন্ধু ছিলাম। যদিও আমাদের সেনা দল ভিন্ন ছিল। কিন্তু তার মাঝেও আমরা কিছুটা সময় বের করে একসঙ্গে বসে আড্ডা দিতাম।"

"ক্যাপ্টেন বতরা খুব নরম স্বভাবের ছিলেন। সবসময় সাহায্যে জন্য এগিয়ে থাকতেন তিনি। খবরটা শুনে তখন আমি বিশ্বাস করতে পারিনি যুদ্ধচলাকালীন তিনি শহীদ হয়ে গিয়েছেন। আজও ভুলতে পারিনি ওঁকে।"- জানালেন সঞ্জয়।

কার্গিলে গেলে আনন্দ ও দুঃখ দুটি অনুভূতিই একসঙ্গে হয়

"সেই সময়ের কথা মনে করলে আজও আমার চোখ ভিজে আসে। আমি যখনই দ্রাসে আসে আনন্দ ও দুঃখ দুটি অনুভূতিই আমার একসঙ্গে হয়। শত্রুদের পরাজিত করেছিলাম আমরা, আমাদের দেশে পা রাখতে দিই নি শত্রুদের, তা ভাবলে সত্যিই আনন্দ হয়। সেইসঙ্গে যখন ভাবি আমাদের কত সঙ্গীদের হারিয়েছি আমরা তখন যেন বুক যন্ত্রণায় ফেটে যায়। ১৫ বছরের পুরনো ক্ষত আজও দগদগে রয়েছে।"

"মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি আমি। এটা আমার দ্বিতীয় জন্ম। যুদ্ধক্ষেত্রে আমার বহু সঙ্গীসাথীকে জীবনের শেষ নিঃশ্বাস নিতে নিজের চোখে দেখেছি আমি।"

'এলওসি ছবিতে সুনীল শেঠি আমার চরিত্রে অভিনয় করেছিলেন'

বলিউড তারকা সুনীল শেঠি 'এলওসি' ছবিতে সঞ্জয় সিংয়ের চরিত্রেই অভিনয় করেছেন। জেপি দত্তর এই ছবি ২০০৩ সালে মুক্তি পেয়েছিল।

যখন বড়পর্দায় নিজের চরিত্রটি দেখেলেন কী অনুভূতি হয়েছিল এই প্রশ্নে সঞ্জয় সিংয়ের উত্তর, "যখন সিনেমার শুটিং হচ্ছিল তখন আমার সঙ্গে দেখা করেছিলেন সুনীল শেঠী। কিছুদিন আমি ওর সঙ্গে মুম্বইতে সময়ও কাটিয়েছি। উনি বলেছিলেন, এই ছবির মাধ্যমে আমরা আমাদের দেশেওর জওয়ানদের শ্রদ্ধা অর্পণ করতে চাইছি। সেনাবাহিনীর দেশের জন্য যে অবদান আমাদের কাজ তো তার কাছে কিছুই নয়।"

English summary
Kargil Special: Sunil Shetty performed my role in LoC Kargil, tells soldier
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X