For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লিতে মাস্ক পরে শ্যুটিং প্রিয়াঙ্কা চোপড়ার, উদ্বেগ প্রকাশ গৃহহীনদের জন্য

দিল্লির দূষণে জেরবার অবস্থা বাসিন্দাদের। জারি হয়েছে স্বাস্থ্য জরুরি অবস্থা। স্কুলে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই চলছে অফিস আদালতে কাজ।

Google Oneindia Bengali News

দিল্লির দূষণে জেরবার অবস্থা বাসিন্দাদের। জারি হয়েছে স্বাস্থ্য জরুরি অবস্থা। স্কুলে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই চলছে অফিস আদালতে কাজ। দিল্লিতে শ্যুটিং করতে এসেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মুখে মাস্ক পরা নিজের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে প্রিয়াঙ্কা বুঝিয়ে দিয়েছেন দিল্লির বায়ুর অবস্থা কেমন। কয়েকদিন আগে পর্যন্ত দিল্লিতে আসা নিয়ে খুবই উৎসাহ দেখিয়েছিলেন অভিনেত্রী। দিল্লিতে পৌঁছনোর পর সেখানকার পরিস্থিতি বুঝতে পেরেছেন।

মাস্ক পরে দিল্লিতে শ্যুটিং প্রিয়াঙ্কার

মাস্ক পরে দিল্লিতে শ্যুটিং প্রিয়াঙ্কার

দিল্লিতে শ্যুটিং করতে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। রাজধানীতে পৌঁছেই উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। দিল্লির দূষণের মাত্রা এতোটাই যে ক্যামেরার সামনে থাকার সময় টুকুনি ছাড়া মুখে মাস্ক পরে থাকতে হচ্ছে তাঁকে। নিজের মাস্ক পরা একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন প্রিয়াঙ্কা। তাতেই তিনি বুঝিয়ে দিয়েছেন দিল্লির অবস্থা কতটা খারাপ।

গৃহহীনদের জন্য উদ্বেগ প্রকাশ প্রিয়াঙ্কার

গৃহহীনদের জন্য উদ্বেগ প্রকাশ প্রিয়াঙ্কার

দিল্লিতে শ্বাস নিতে রীতিমত কষ্ট হচ্ছে সেকথা ইনস্টাগ্রামের পোস্টেই প্রকাশ পেয়েছে। হোয়াইট টাইগার ছবির শ্যুটিং করতে দিল্লিতে এসেছেন অভিনেত্রী। নিজের মাস্ক পরা ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেছেন, দিল্লিতে শ্যুটিং করা ভীষণ কষ্টকর হচ্ছে। আমরা এয়ার পিউরিফায়ারের সুবিধা পাচ্ছি। কিন্তু যাঁরা গৃহহীন তাঁদের অবস্থা কতটা খারাপ। তাঁদের পরিস্থিতি নিয়েই উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

দিল্লিতে জারি স্বাস্থ্য সতর্কতা

দিল্লিতে জারি স্বাস্থ্য সতর্কতা

দিল্লিতে বায়ু দূষণ চরম মাত্রায় পৌঁছেছে। রাজস্থান থেকে শুকনো ফসল পোড়ানোর ধোঁয়া দিল্লির আকাশে ঢুকতে শুরু করেছে। সেটা দূষণ আরও বাড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন অরবিন্দ কেজরিওয়াল। রাজধানীতে ইতিমধ্যেই জারি হয়েছে স্বাস্থ্য জরুরি অবস্থা। পরিস্থিতি এতোটাই উদ্বেগজনক যে স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। মাস্ক পরে ঘুরতে হচ্ছে দিল্লির বাসিন্দাদের। সমীক্ষা বলছে দিল্লি-এনসিআরের ৪০ শতাংশ বাসিন্দা এখন রাজধানী ছাড়তে চাইছেন।

English summary
Actor Priyanka Chopra has raised concern and disappointment on the air pollution in Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X