For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চলে গেলেন অভিনেতা ফারুখ শেখ, বলিউডে শোকের ছায়া

Google Oneindia Bengali News

চলে গেলেন অভিনেতা ফারুখ শেখ, বলিউডে শোকের ছায়া
নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর : হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল প্রখ্যাত অভিনেতা ফারুক শেখের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।একটি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য দুবাইতে গিয়েছিলেন ফারুক। সেখানেই এই ঘটনা ঘটে।

দুবাইতে সমস্ত আনুষ্ঠানিকতা সেরে তারপরই ফারুখ শেখের দেহ মুম্বইতে নিয়ে আসা হবে।

হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ফারুখ শেখ

মূল ধারার ছবির পাশাপাশি ভিন্ন ধারার ছবিতেও নিজের ছাপ ছেড়ে গিয়েছেন এই অভিনেতা। সত্যজিত রায়ের সতরঞ্জ কে খিলাড়ি ছাড়াও চসমে বদ্দুর ছবিতেও তাঁর অভিনয় দর্শকের মন কেড়েছিল। ১৯৭৩ সালে গরম হাওয়া ছবি দিয়ে পথ চলা শুরু হয়েছিল প্রতিভাবান এই অভিনেতার।

বর্তমানেও বেশ কিছু ছবিতে পার্শ্বচরিত্রে দেখা গিয়েছে ফারুখ শেখকে। ক্লাব ৬০ ছবিতে শেষবারের মতো তাঁর অভিনয় দেখতে পেয়েছেন দর্শকরা।

ফারুখ শেখের মৃত্যুতে শোকাহত গোটা বলিউড। সকাল থেকে টুইটারে একের পর এক টুইট। শুধু ভাল অভিনেতাই নয় ফারুখ শেখ একজন ভাল পাঠক ছিলেন। ভাল ভাল বই পড়ার নেশা ছিল তাঁর। তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার ছিল এমনটাই জানিয়েছেন জাভেদ আখতার। টুইটারে শোকপ্রকাশ করেছেন অমিতাভ বচ্চন, দীপ্তি নাভাল,শেখার কপূর সহ চলচ্চিত্র ব্যাক্তিত্বরা।

English summary
Actor Farooq Sheikh dies of heart attack in Dubai
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X