For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজধানীতে দুই মহিলার উপর অ্যাসিড হামলা, ফের প্রশ্ন নারী নিরাপত্তা নিয়ে

Google Oneindia Bengali News

রাজধানীতে দুই মহিলার উপর অ্যাসিড হামলা, ফের প্রশ্ন নারী নিরাপত্তা নিয়ে
নয়াদিল্লি, ১৮ নভেম্বর : ফের দিল্লিতে ভরদুপুরে দুষ্কৃতী আক্রমণের শিকার মহিলা। রাজধানীর রাস্তায় প্রকাশ্যে দুই মহিলার উপর অ্যাসিড হামলা চালাল এক দুষ্কৃতী। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই দুই মহিলাকে। এই ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রাজধানীর রাস্তায় মহিলারা কতটা নিরাপদ।

পুলিশসূত্রের খবর, ওই দুই মহিলার মধ্যে একজনকে বিয়ের প্রস্তাব দেয় মনোজ নামের এক ব্যক্তি। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় এই অ্যাসিড হামলা।

দিল্লির বেগমপুর এলাকায় এই ঘটনাটি ঘটে। মনোজ বাইকে করে এসে ওই দুই মহিলার দিকে অ্যাসিড ছুঁড়ে দিয়ে পালিয়ে যায়। দুই মহিলার মধ্যে একজনের মুখের ৫০ শতাংশ ও অপরজনের ১৮ শতাংশ গিয়েছে। অপর মহিলাও গুরুতর জখম হয়েছেন। দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশে মহিলাদের উপর অ্যাসিড আক্রমণ রুখতে অ্যাসিড কেনা-বেচার উপর কড়া নজরদারির বিধি আনার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এমনকী মাস কয়েক আগে অ্যাসিডের কাউন্টার সেল বন্ধ করতে একটি নির্দেশিকা দেয়। কিন্তু আদতে যে সবই ওই নির্দেশের সীমাতেও আবদ্ধ তার উদাহরণ মিলল এদিনই।

English summary
Acid attack on two Delhi girls for refusing marriage proposal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X