For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অভিযোগ, জাতপাতের রাজনীতি করছেন বিহারের মুখ্যমন্ত্রী, প্রতিবাদে জুতো ছুঁড়ে গ্রেফতার এক ব্যক্তি

Google Oneindia Bengali News

পাটনা, ৫ জানুয়ারি : ক্ষোভে জনতার ছুঁড়ে দেওয়া জুতো খাওয়ার সাম্প্রতিকতম শিকার হলেন বিহারের মুখ্যমন্ত্রী জিতমরাম মঞ্ঝি। সাপ্তাহিক জনতা দরবারে এক ব্যক্তি বিহারের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে জুতো ছুঁড়লেও তা লক্ষ্যভ্রষ্ট হয়।

মুখ্যমন্ত্রীর দিকে জুতো ছোঁড়ার অভিযোগে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে।

অভিযোগ, জাতপাতের রাজনীতি করছেন বিহারের মুখ্যমন্ত্রী, প্রতিবাদে জুতো ছুঁড়ে গ্রেফতার এক ব্যক্তি

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম অমিতেষ কুমাক। সারান জেলার ছাপরা এলাকার বাসিন্দা। মুখ্যমন্ত্রীর সাপ্তাহিক জনতা দরবারে গত ২ বছর ধরে আসছিলেন অমিতেষ। কিন্তু তাঁর অভিযোগ শোনাই হচ্ছিল না। আর তাতে রীতিমতো বিরক্ত হয়ে ওঠেন অমিতেষ। তাছাড়াও মঞ্ঝি জাতপাতের রাজনীতি করেন বলেও অভিযোগ তুলেছেন অমিতেষ।

বিরক্ত অমিতেষ পায়ের হাওয়াই চটি খুলে ছুঁড়ে মারে মঞ্ঝিকে উদ্দেশ্য করে। কিন্তু চেয়ারে বসে থাকা মুখ্যমন্ত্রীর পাশ দিয়ে বেরিয়ে যায় চটিটি। এরপর নিরাপত্তারক্ষীরা অভিযুক্ত অমিতেষকে চেপে ধরে হাত আটকে দেয়। তখনও অমিতেষ চেঁচাতে থাকেন, "আমাকে মেরে ফেলুন। আমি আর বাঁচতে চাই না। এই ব্যবস্থা এবং নাটুকে জনতা দরবারে আমার ঘেন্না ধরে গেছে..."

গ্রেফতার করে অমিতেষকে পুলিশ নিয়ে যাওয়ার সময় তিনি চিৎকার করে বলতে থাকেন, "শুধুমাত্র অভিযোগ পত্র এবং চিঠি সংগ্রহ করা হয় এখানে, কিন্তু কেউ কোনও পদক্ষেপ নিতে আগ্রহী নয়। আমি গত ২ বছর ধরে এখানে আসছি। কিন্তু কেউ আমার অভিযোগকে পাত্তাও দিচ্ছে না।"

English summary
Accusing him of playing caste politics, man throws show at Bihar CM
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X