For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বর্ধমান বিস্ফোরণের চক্রী শাহনুর গ্রেফতার অসমে

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

জঙ্গি
কলকাতা, ৬ ডিসেম্বর: খাগড়াগড়-কাণ্ডে অন্যতম অভিযুক্ত শাহনুর আলমকে অসম থেকে গ্রেফতার করা হল। শুক্রবার রাতে তাঁকে নলবাড়ি জেলার লারকুচি গ্রাম থেকে পাকড়াও করা হয়েছে।

বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণের তদন্তে নেমে এনআইএ জানতে পেরেছিল, অসম থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন মাদ্রাসায় এসে জেহাদি প্রশিক্ষণ নিত অনেকে। সেই সূত্রে জানা যায় শাহনুর আলম ওরফে ডাক্তারবাবুর নাম। অসমের গোয়ালপাড়া থেকে দাঁতের ডাক্তারি শিখে বরপেটার চটলা গ্রামে একটি ক্লিনিক খুলে বসে সে। এটা ছিল লোকদেখানো। আসলে সে এবং তার স্ত্রী ও ভাই বাংলাদেশের জামাতুল মুজাহিদিন জঙ্গিদের হয়ে কাজ করত। নদীয়ার শিমুরালিতে একটি মাদ্রাসায় তার স্ত্রী সুজানা বেগম প্রশিক্ষণ দিত বলেও জানা গিয়েছে।

বর্ধমানে বিস্ফোরণের ঘটনার পরই শাহনুর তার দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে পালায়। প্রথমে বাবা মুজিবর আলমের বাড়িতে গিয়ে গা-ঢাকা দেয়। পরে নলবাড়ির মুকালমুয়া এলাকার লারকুচি গ্রামে এক আত্মীয়ের বাড়িতে এসে লুকোয়।

এর আগে একবার ধুবুরি থেকে তাকে গ্রেফতারের চেষ্টা করছিল পুলিশ। কিন্তু সে হাত ফসকে পালায়। এ বার গোপন সূত্রে খবর পেয়ে আটঘাট বেঁধে এগিয়েছিল পুলিশ। শেষ পর্যন্ত তাকে ধরা পড়তেই হল। শাহনুরের মাথায় দাম পাঁচ লক্ষ টাকা। খুব শীঘ্রই তাকে হেফাজতে নেবে এনআইএ।

English summary
Accused of Burdwan blast arrested in Assam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X