For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি সরকারের ওপর সাধারণ মানুষের অসন্তোষ, সমীক্ষায় গুজরাত নির্বাচনে এগিয়ে কোন দল

বিজেপি সরকারের ওপর সাধারণ মানুষের অসন্তোষ, সমীক্ষায় গুজরাত নির্বাচনে এগিয়ে কোন দল

Google Oneindia Bengali News

গুজরাতে মোরবি শহরে শতাব্দী প্রাচীন ঝুলন্ত সেতু ভেঙে গিয়ে ১৩৬ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় গুজরাতের বিজেপি সরকার বেশ অস্বস্তিতে এক মাস বাদেই গুজরাতে বিধানসভা নির্বাচন। অনেকেই মনে করছেন, গুজরাতে নির্বাচনে মোরবি সেতু ভেঙে ১৩৬ জনের মৃত্যু বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এই পরিস্থিতি এবিপি-সিভোটার সমীক্ষার ফলাফল উঠে এসেছে। সেখানেই গুজরাতের মানুষ বিজেপি সরকারের ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন। তবে তাঁরা মনে করছেন, গুজরাতে সপ্তমবারের জন্য সরকার গঠন করবে বিজেপি।

সপ্তমবারের জন্য ক্ষমতা দখলের পথে বিজেপি!

সপ্তমবারের জন্য ক্ষমতা দখলের পথে বিজেপি!

এবিপি-সিভোটারের সমীক্ষায় দেখা গিয়েছে, ৫৭ শতাংশ মানুষ মনে করছেন, সপ্তমবারের মতো বিজেপি সরকার গঠন করবে গুজরাতে। ২০ শতাংশ মানুষ মনে করছেন গুজরাতে নতুন রাজনৈতিক দল হিসেবে আপ ক্ষমতায় আসতে পারে। ১৭ শতাংশ মানুষ মনে করছেন, কংগ্রেস চলতি নির্বাচনে ভালো ফল করতে পারে। তবে রাজ্যের বেশিরভাগ মানুষ আপের দিকে ঝুঁকেছেন। তাঁরা প্রধান বিরোধী দল হয়ে আপ উঠে আসবে বলে মনে করছে। সমীক্ষায় অংশগ্রহণকারী গুজরাতের বাসিন্দাদের বেশিরভাগ মনে করছেন, আপ মূলত কংগ্রেসের ভোট কাটবে। বিজেপির ভোট কাটতে পারবে না।

সমীক্ষার হিসেবে এগিয়ে আপ

সমীক্ষার হিসেবে এগিয়ে আপ

গুজরাতে ৩৭ শতাংশ মানুষ মনে করছেন, আপের কারণে বিজেপি হারতে পারে। মূলত আপের তিনটি প্রতিশ্রুতি গুজরাতের মানুষের মনে ব্যাপক প্রভাব ফেলেছে। আপ ক্ষমতায় এলে গুজরাতে বিনামূল্যে বিদ্যুত, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা দেবে। অন্যদিকে, ৪৭ শতাংশ মানুষ মনে করছে গুজরাতের নির্বাচনে আপ মূলত কংগ্রেসের ভোট কাটবে। বিজেপির শক্ত আসনই থাকবে। তবে গুজরাতের ৪৩ শতাংশ মানুষ বিজেপি সরকারের ওপর ক্ষুব্ধ। তাঁরা সরকারের পরিবর্তন চান।

সমীক্ষায় উঠে আসা গুজরাতের সমস্যা

সমীক্ষায় উঠে আসা গুজরাতের সমস্যা

এবিপি-সিভোটারের সমীক্ষায় দেখা গিয়েছে, গুজরাতের ৩৩ শতাংশ মানুষ রাজ্যের বেকারত্বকে বেশি গুরুত্ব দিয়েছেন। অন্যদিকে, ১৮ শতাংশ মানুষ মনে করছেন, গুজরাতের পরবর্তী সরকারের বিদ্যৎ, জল ও রাস্তার দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। ১৫ শতাংশ মানুষ গুজরাতে কৃষকদের দুর্দশার কথা তুলে ধরেছেন। ১৯ শতাংশ মানুষ মনে করছেন, ধর্মীয় মেরকরণ ঠিক করবে রাজ্যে কোন রাজনৈতিক দল সরকার গঠন করবে।

গুরুত্বপূর্ণ গুজরাত নির্বাচন

গুরুত্বপূর্ণ গুজরাত নির্বাচন

ডিসেম্বরের ১ ও ৫ তারিখে গুজরাতের নির্বাচন হবে। ফলাফল হিমাচল প্রদেশের সঙ্গে ৮ ডিসেম্বর প্রকাশ করা হবে। গুজরাত নির্বাচনের দিকে সারা দেশ তাকিয়ে। গুজরাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য। অন্যদিকে, আপ জোর কদমে প্রচার শুরু করেছে। আপের তরফে বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা বিনামূল্যে দেওয়া হবে। এদিকে নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে কংগ্রেস নতুন উদ্যোমে প্রচার শুরু করেছে। গুজরাতে ২০২১ সালে ভূপেন্দ্র প্যাটেল মুখ্যমন্ত্রী হয়েছে। রাজ্যের ৪৪ শতাংশ মানুষ মনে করছেন, বিজেপি সরকার ভালো কাজ করেছে। অন্যদিকে, ৩৭ শতাংশ মানুষ ভূপেন্দ্র প্যাটেলের মুখ্যমন্ত্রীত্বে খুশি। অন্যদিকে, ৬৫ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর কাজে সন্তোষ প্রকাশ করেছেন।

হিমাচলপ্রদেশের বিধানসভা নির্বাচনে কংগ্রেস কি পারবে বিজেপিকে হারাতে, একনজরে সমীক্ষার ফলহিমাচলপ্রদেশের বিধানসভা নির্বাচনে কংগ্রেস কি পারবে বিজেপিকে হারাতে, একনজরে সমীক্ষার ফল

English summary
According to the survey, which party is leading in the Gujarat election among AAP, Congress and BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X