For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চলতি অর্থবর্ষের শেষ লগ্নেই কাটবে মন্দার মেঘ, আশাবাদী আরবিআই গভর্নর

চলতি অর্থবর্ষের শেষ লগ্নেই কাটবে মন্দার মেঘ, আশাবাদী আরবিআই গভর্নর

  • |
Google Oneindia Bengali News

করোনায় কাবু গোটা দেশ। দিন যত বাড়ছে গোটা দেশে ততই বাড়ছে মারণ ভাইরাসের থাবা। এদিকে করোনা আর লকডাউনের জোড়া ফাঁড়ায় রীতিমতো ধুঁকেছে দেশীয় অর্থনীতি। যদিও করোনাকালীন আর্থিক সঙ্কটের মাঝেই এবার খানিক আশার কথা শোনাতে দেখা গেল আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসকে। তাঁর কথায় করোনা ধাক্কায় প্রাথমিক ভাবে গোটা দেশ আর্থিক সঙ্কটের মুখোমুখি হলেও চলতি অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকেই ধীরে ধীরে কাটবে মন্দার মেঘ।

চলতি অর্থবর্ষের শেষ লগ্নেই কাটবে মন্দার মেঘ, আশাবাদী আরবিআই গভর্নর

এদিকে ২০২০-২১ অর্থবর্ষের শেষে প্রায় ৯ শতাংশের বেশি জিডিপি সঙ্কোচনের পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাঙ্ক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক। যদিও আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের মতে তাঁরা গোটা পরিস্থিতির উপর সর্বদা নজর রাখছেন। প্রয়োজন মতো সরকারকে পরামর্শও দিচ্ছেন। তবে ধীর গতিতে হলেও চলতি অর্থবছরের শেষভাগে ধীরে ধীরে উন্নতি দেখা যাবে দেশীয় অর্থনীতিতে। প্রসঙ্গত উল্লেখ, কেন্দ্রীয় সরকারের রিপোর্টেই দেখা যাচ্ছে চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে দেশে জিডিপির হার কমেছে ২৩.৯ শতাংশ।

তবে শক্তিকান্ত দাসের মতে জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকে এই সঙ্কোচনের পরিমাণ অনেকটাই কমবে। দীর্ঘায়িত লকডাউন ও করোনাকালে বেকরত্ব বৃদ্ধির পাশাপাশি মানুষের সামগ্রিক জীবনমান পড়ে যাওয়াতেই দেশীয় অর্থনীতিতে এই বড়সড় সঙ্কটের মুখোমুখি হয়েছে বলে অর্থনীতিবিদদের মত। সম্প্রতি কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, জুলাই মাসে দেশে শিল্প উৎপাদনের সূচক বা আইআইপি নেমেছে ১০.৪ শতাংশে। ফলস্বরূপ জুলাই মাসে দেশীয় শিল্প উৎপাদন সূচক দাঁড়িয়েছে ১১৮.১। এমতাবস্থায় অরবিআই প্রধানের ভবিষতবাণী এখন কতটা কাজে আসে সেটাই দেখার।

তৃণমূলের অন্দরে 'একনায়কতন্ত্রের' আস্ফালনের অভিযোগ! ভোটের আগে ফাটল চওড়া হচ্ছে উত্তরবঙ্গের একাংশেতৃণমূলের অন্দরে 'একনায়কতন্ত্রের' আস্ফালনের অভিযোগ! ভোটের আগে ফাটল চওড়া হচ্ছে উত্তরবঙ্গের একাংশে

English summary
according to rbi governor shaktikant das financial crisis will end in last quarter of current financial year amid corona crisis
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X