For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিউজ এক্সের সমীক্ষায় উঠে এল ভিন্ন মত, ২০১৯-এর যুদ্ধ শেষে কাদের কত আসন, দেখুন একনজরে

২০১৯ লোকসভা নির্বাচনের শেষ। এবার ফলাফল বেরনোর অপেক্ষা। ভোট যুদ্ধ শেষ হতেই বুথ ফেরত সমীক্ষা সামনে আসছে। তেমনই এক সমীক্ষক সংস্থা নিউজ এক্সের ইঙ্গিত মোদীর পক্ষে নিষ্কণ্টক হচ্ছে না দিল্লির কুর্সি দখল।

Google Oneindia Bengali News

২০১৯ লোকসভা নির্বাচনের শেষ। এবার ফলাফল বেরনোর অপেক্ষা। ভোট যুদ্ধ শেষ হতেই নানা সমীক্ষক সংস্থার বুথ ফেরত সমীক্ষা সামনে আসছে। তেমনই এক সমীক্ষক সংস্থা নিউজ এক্সের ইঙ্গিত মোদীর পক্ষে নিষ্কণ্টক হচ্ছে না দিল্লির কুর্সি দখল। এবার ত্রিশঙ্কু অবস্থা হওয়ার সম্ভাবনা রয়েছে লোকসভায়। নিউজ এক্সের সমীক্ষায় এমন আভাস মিলেছে এবার।

নিউজ এক্সের আভাস

নিউজ এক্সের আভাস

নিউজ এক্সের সমীক্ষায় আভাস এবার ক্ষমতায় ফেরা কঠিন নরেন্দ্র মোদীর। কারণ বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এবার ক্ষমতায় আসতে গেলে নতুন করে জোট সঙ্গী খুঁজতে হবে। আড়াইশোর আগে থেমে যাবে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। আর কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ পেতে পারে দেড়শোরও বেশি আসন। অন্যান্যরাও থাকবেন কাছাকাছি।

কে কত আসন

কে কত আসন

নিউজ এক্সের বুথ ফেরত সমীক্ষায় এনডিএ পেতে পারে ২৪২ আসন। আর ইউপিএ পেতে পারে ১৬৫টি। অন্যান্যরা পেতে পারে ১৩৫টি আসন। অর্থাৎ এবার বিডেপির ক্ষমতায় ফেরা নিষ্কণ্টক হচ্ছে না। বিজেপিকে নতুন সঙ্গী জোগাড় করে তবেই ক্ষমতা দখল করতে হবে।

গতবারের ফল

গতবারের ফল

২০১৪-র নির্বাচনে এনডিএ পেয়েছিল ৩৩৪টি আসন। তার মধ্যে বিজেপি একাই জিতেছিল ২৮২টি আসনে। ইউপিএ পেয়েছিল মাত্র ৬০টি আসন। কংগ্রেস পেয়েছিল মাত্র ৪৪টি আসন। আর অন্যান্যরা পেয়েছিল ১৪৯ আসন।

[আরও পড়ুন: মমতার বাংলায় তৃণমূলকে ছাপিয়ে যাবে বিজেপি! ইঙ্গিত ‘জন কি বাতে'র বুথ ফেরত সমীক্ষায়][আরও পড়ুন: মমতার বাংলায় তৃণমূলকে ছাপিয়ে যাবে বিজেপি! ইঙ্গিত ‘জন কি বাতে'র বুথ ফেরত সমীক্ষায়]

গতবারের নিরিখে এক্সিট পোল

গতবারের নিরিখে এক্সিট পোল

গতবারের তুলনায় এনডিএর আসন সংখ্যা কমে ২৪৫-এ নেমে যাচ্ছে। তারা হারাচ্ছে ৮৯টি আসন। নিউজ এক্সের মতে, এনডিএ-র আসন যেমন কমছে, বাড়ছে ইউপিএ। ইউপিএ-র আসন বেড়ে হতে পারে প্রায় তিন গুন। ইউপিএ বাড়াতে পারে ১০৫টি আসন। অন্যান্যদের আসন সংখ্যা কমতে পারে ১৪টি।

[আরও পড়ুন:বুথ ফেরত সমীক্ষায় বিজেপির ফেরার ইঙ্গিত! এক ধাক্কায় ঊর্ধমুখী শেয়ার বাজার][আরও পড়ুন:বুথ ফেরত সমীক্ষায় বিজেপির ফেরার ইঙ্গিত! এক ধাক্কায় ঊর্ধমুখী শেয়ার বাজার]

English summary
According to News X exit poll anyone not gets majority in Lok Sabha Election 2019. News X exit poll indicates the probable result.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X