For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত চিনকেও ছাড়িয়ে গিয়েছে জনসংখ্যার নিরিখে! চাঞ্চল্যকর রিপোর্ট দিলেন বিশ্লেষকরা

ভারত চিনকেও ছাড়িয়ে গিয়েছে জনসংখ্যার নিরিখে! চাঞ্চল্যকর রিপোর্ট দিলেন বিশ্লেষকরা

  • |
Google Oneindia Bengali News

ভারতের জনসংখ্যা চিনকেও ছাড়িয়ে গিয়েছে। এমনই চাঞ্চল্যকর রিপোর্ট দিয়েছেন বিশ্লেষকরা। এই জন-বিস্ফোরণের অর্ধেকই ৩০ বছরের কম বয়সি বলে জানানো হয়েছে রিপোর্টে। ভারত ইতিমধ্যে মাইলফলক তৈরি করে দ্রুত বিশ্বের দ্রুত প্রধান অর্থনীতি হিসেবে উঠে আসছে।

বিশ্বের সবথেকে জনবহুল জাতি ভারত!

বিশ্বের সবথেকে জনবহুল জাতি ভারত!

ভারত চিনকে টেক্কা দিয়ে বিশ্বের সবথেকে জনবহুল জাতি হিসেবে উঠে আসছে। তার ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর বেশি কর্মসংস্থান তৈরি করতে পারবেন। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে পারবেন বলে বিশ্লেষকরা মনে করছেন। অর্থার আগামী দিনে ভারতীয় অর্থনীতি আরও উন্নতি লাভ করবে।

ভারত ও চিনের জনসংখ্যা

ভারত ও চিনের জনসংখ্যা

আদমশুমারি ও জনসংখ্যার উপর সমীক্ষা চালানো স্বাধীন এক সংস্থার পর্যালোচনা থেকে অনুমান করা হয়েছে, ২০২২ সালের শেষে ভারতের জনসংখ্যা ১.৪১৭ বিলিয়ন হয়ে গিয়েছে। অর্থাৎ সাড়ে ১৪১ কোটি ছাড়িয়ে গিয়েছে ভারতের জনসংখ্যা। মঙ্গলবার চিন রিপোর্ট করেছে তাদের জনসংখ্যা ১.৪১২ বিলিয়ন। অর্থাৎ ১৪১ কোটি ২০ লক্ষ। আর ভারতের জনসংখ্যা ১৪১ কোটি ৭০ লক্ষ।

ভারত চিনকে টপকে গিয়েছে

ভারত চিনকে টপকে গিয়েছে

প্রধানমন্ত্রী মোদীকে প্রতি বছর লক্ষ লক্ষ লোকের জন্য কর্মসংস্থান তৈরি করতে হয়। জাতিসংঘ মনে করেছিল, এই বছরের শেষের দিকে মাইলফলক ছোঁবে। কিন্তু তার আগেই ভারত চিনকে টপকে গিয়েছে। ডব্লিউপিআর অনুসারে ১৮ জানুয়ারি পর্যন্ত ভারতের জনসংখ্যা ১৪২ কোটি ৩০ লক্ষের উপর উঠে গিয়েছে।

বর্তমান অর্থনীতির উন্নতিতে

বর্তমান অর্থনীতির উন্নতিতে

ভারতের সশস্ত্র বাহিনীতে সৈন্যদের মেয়াদকে চার বছরে সীমাবদ্ধ কররা জন্য গত বছর সরকারের পদক্ষের প্রশাসনের উপর চাপ সৃষ্টি করেছিল। ২০২৪ সালের মে মাসে লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী মোদী চাইছেন বর্তমান অর্থনীতি ১৪ শতাংশ থেকে আরও উন্নতি করতে।

নিখরচায় খাদ্য বা রেশনের উপর নির্ভর

নিখরচায় খাদ্য বা রেশনের উপর নির্ভর

ভারতের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে। করোনা মহামারীর পর তুলনামূলকভাবে অর্তনীতি পুনরুদ্ধারে মোদীর ভারত এগিয়ে রয়েছে। প্রায় ৮০০ মিলিয়ন মানুষ এখনও সরকার থেকে নিখরচায় খাদ্য বা রেশনের উপর নির্ভর করে। এটি বিশ্বের বৃহত্তম কর্মসূচিতে রূপান্তরিত হয়েছে।

এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতি

এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতি

আপাতত এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতি ভারত। খাদ্য উৎপাদনে স্বাবলম্বী হয়ে উঠেছে।। ভারত এখন চাল, গম এবং চিনির দ্বিতীয় বৃহত্তম উৎপাদক। ভারত চিনির বৃহত্তম ভোক্তা, যদিও ভোজ্য তেলের শীর্ষ আমদানিকারক। ভারত হ'ল সোনার এবং স্টিলের দ্বিতীয় বৃহত্তম গ্রাহক এবং অপরিশোধিত তেলের তৃতীয় বৃহত্তম ক্রেতা।

ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার

ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার

ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ধীর হয়ে গেছে বর্তমানে। ডাব্লুপিআর মনে করছে, এই বৃদ্ধির হার কমপক্ষে ২০৫০ অবধি অব্যাহত থাকবে। অন্যদিকে চিন বর্তমানে আরও কিছুটা সংকোচনের পথে। জাতীয় পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত তথ্য অনুসারে এক বছর আগের তুলনায় চিনের জনসংখ্যা ২০২২ সালে ৮ লক্ষ ৫০ সঙ্কুচিত হয়েছিল।

অর্ধেকেরও বেশি বৃদ্ধি মাত্র আটটি দেশে

অর্ধেকেরও বেশি বৃদ্ধি মাত্র আটটি দেশে

জাতিসংঘের অনুমান, ২০২২ সাল থেকে ২০৫০ সালের মধ্যে বিশ্বব্যাপী জনসংখ্যার অর্ধেকেরও বেশি বৃদ্ধি মাত্র আটটি দেশে কেন্দ্রীভূত হবে। সেই আটটি দেশ হল- কঙ্গো, মিশর, ইথিওপিয়া, ভারত, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন এবং তানজানিয়া।

English summary
According to analysis India’s population overtaken China already
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X