For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাঞ্জাবে শেষ হাসি হাসবে কে, কংগ্রেসকে টেক্কা দিয়ে ম্যাজিক ফিগার কি ছুঁতে পারবে আপ

পাঞ্জাবে শেষ হাসি হাসবে কে, কংগ্রেসকে টেক্কা দিয়ে ম্যাজিক ফিগার কি ছুঁতে পারবে আপ

Google Oneindia Bengali News

পাঞ্জাবে এবার হাইভোল্টেজ নির্বাচন। শাসক দল কংগ্রেস ভেঙে গিয়েছে। সেই পথ দিয়ে উত্থান হয়েছে আম আদমি পার্টির। আবার কংগ্রেস ভেঙে নতুন দল গড়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং আবার বিজেপির সঙ্গে জোট বেঁধেছে। এই অবস্থায় পাঞ্জাব বিধানসভা নির্বাচনে জিতবে কে? আম আদমি পার্টি কি কংগ্রেসকে টেক্কা দিয়ে ম্যাজিক ফিগার কি ছুঁতে পারবে? এবিপি-সি ভোটারে সমীক্ষায় উঠে এল সেই আভাস।

পাঞ্জাবে শেষ হাসি হাসবে কে, কংগ্রেসকে টেক্কা দিয়ে ম্যাজিক ফিগার কি ছুঁতে পারবে আপ

পাঞ্জাবে হাই-প্রোফাইল নির্বাচনের আগে ভোটারদের মনের ঠিকানা খুঁজতে চূড়ান্ত সমীক্ষায় নেমেছিলেন এবিপি-সি ভোটার। ২০ ফেব্রুয়ারি এক দফায় নির্বাচন হবে পাঞ্জাবে। এবার এই নির্বাচনে পরিবর্তনের পক্ষে জনমত উঠে আসছে তাদের সমীক্ষায়। কংগ্রেসকে পিছনে ফেলে আম আদমি পার্টি এখানে এগিয়ে যাবে বলেই আভাস মিলেছে। কিন্তু আরবিন্দ কেজরিওয়ালের দল ম্যাজিক ফিগার ছুঁতে পারবে কি না সংশয় রয়েই যাচ্ছে।

এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী আম আদমি পার্টি সর্বাধিক সংখ্যক আসন পেতে চলেছে। আপ এবার সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি পৌঁছে যাবে বলে ইঙ্গিত সমীক্ষায়। ১১৭ আসনের বিধানসভা নির্বাচনে ৫৯টি আসন তারা জিততে পারে। খুব ভালো হলে ৬৩টি আসন পেতে পারে। আর খারাপ হলে পেতে পারে ৫৫টি আসন।

যেখানে ৫৫ থেকে ৬৩টি বিধানসভা আসন জয়লাভ করবে বলে অনুমান করা হচ্ছে, সেখানে ক্ষমতাসীন কংগ্রেস ২৪ থেকে ৩০টি আসন পেতে পারে বলে মনে করছেন সমীক্ষকরা। কংগ্রেস দ্বিতীয় স্থানে থাকলেও আসনের ব্যবধান বিস্তর হবে বলে মনে করা হচ্ছে।

২০২২-এর পাঞ্জাব বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দল ২০ থেকে ২৬টি আসন পেতে পারে। আর বিজেপি পেতে পারে ৩ থেকে ১১টি আসন। এর আগের সমীক্ষায় শিরোমণি অকালি দল ও বিজেপির প্রাপ্তি ছিল অনেক কম। সেখানে তাদের আসনপ্রাপ্তি কংগ্রেসকে আরও পিছিয়ে দিয়েছে সমীক্ষায়। আম আদমি পার্টি আগের থেকে বেড়ে ম্যাজিক ফিগারে পৌঁছে যাচ্ছে প্রায়।

একদিন আগেই রাহুল গান্ধী কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বেছে নিয়েছেন। নভজ্যোত সিং সিধুর পরিবর্তে চরণজিৎ সিং চান্নিকে বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে। তারপর দিনই কংগ্রেসের জন্য খারাপ খবর নিয়ে এল এবিপি-সি ভোটারের সমীক্ষা। কংগ্র্সে নেতাদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের ফলে পাঞ্জাবে এবার বিরোধী শক্তির উত্থান এক প্রকার নিশ্চিত বলেই আভাস সমীক্ষায়। কংগ্রেসের একাধিক গোষ্ঠীর জেরে এবার তাদে পরাজয়ের মুখ দেখতে হবে বলেই মনে করছে সমীক্ষা সংস্থা।

English summary
According to ABP News-CVoter Opinion poll AAP nears majority mark to beat Congress in Punjab
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X