For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিকে হারিয়ে উত্তরাখণ্ডে ক্ষমতায় ফিরছে কংগ্রেস, এবিপি-সি ভোটারের সমীক্ষায় পূর্বাভাস

বিজেপিকে হারিয়ে কি উত্তরাখণ্ডে ক্ষমতায় ফিরছে কংগ্রেস, এবিপি-সি ভোটারের সমীক্ষায় পূর্বাভাস

Google Oneindia Bengali News

বিজেপিকে হারিয়ে উত্তরাখণ্ড ক্ষমতায় ফিরতে পারে কংগ্রেস। এবিপ নিউজ-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় তেমনই আভাস মিলেছে। এই রাজ্যে মূল লড়াই ছিল বিজেপি ও কংগ্রেসের। আম আদমি পার্টি প্রথমবার এই নির্বাচনে অংশ নেয়। তবে তেমন প্রভাব ফেলতে পারবে না বলেই মনে করছে এই বুথ ফেরত সমীক্ষা।

এবিপি-সি ভোটারের সমীক্ষায় উত্তরাখণ্ড

এবিপি-সি ভোটারের সমীক্ষায় উত্তরাখণ্ড

এবিপি-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় বরাবরই হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা উঠে এসেছিল। খুব কাছাকাছি থাকবে দুই প্রতিদ্বন্দ্বী পার্টি। সেইমতো লড়াই হাড্ডাহাড্ডি হয়েছে বলেই মনে করছে এবিপি নিউজ-সি ভোটারের বুথ ফেরৎ সমীক্ষা। একেবারে শেষ মুহূর্তের সমীক্ষায় এবিপি নিউজ-সি ভোটার জানিয়েছিল ২০২২ সালে ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপিই। কিন্তু শেষ ল্যাপে এসে বিজেপিকে টেক্কা দিতে চলেছে কংগ্রেস, এমনটাই আভাস।

২০২২-এর ভোটে কেমন ফল করবে বিজেপি

২০২২-এর ভোটে কেমন ফল করবে বিজেপি

এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষায় উত্তরাখণ্ডে বিজেপি পেতে পারে ২৬ থেকে ৩২টি আসন। ৭০ আসন বিশিষ্ট উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতা পেতে দরকার ৩৬টি আসনে জয়। ম্যাজিক ফিগার যখন ৩৬, তখন বিজেপি চারটি আসন দূরেই থেমে যেতে পারে বলে মনে করছে এবিপি নিউজ-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা।

২০২২-এর ভোটে কেমন ফল করবে কংগ্রেস

২০২২-এর ভোটে কেমন ফল করবে কংগ্রেস

উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী কংগ্রেসে সংখ্যা গরিষ্ঠতা পেতে পারে। কংগ্রেস ৩২ থেকে ৩৮টি আসনে জয় পাবে বলে মনে করছে এই সমীক্ষা। অর্থাৎ ম্যাজিক ফিগার ৩৬ পার করে দিতে পারে কংগ্রেস। সেক্ষেত্রে কংগ্রেস বিজেপিকে সরিয়ে ফিরতে চলেছে উত্তরাখণ্ডের ক্ষমতায়।

আপ কটি আসন পেতে পারে উত্তরাখণ্ডে

আপ কটি আসন পেতে পারে উত্তরাখণ্ডে

আম আদমি পার্টি প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করছে উত্তরাখণ্ডে। তারা এবার নির্বাচনে খুব বিশেষ ফায়দা না করলেও, খাতা খুলতেও পারে বলে মনে করছে এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষা। এই সমীক্ষা অনুযায়ী আম আদমি পার্টি উত্তরাখণ্ডে পেতে পারে শূন্য থেকে দুটি আসন। তারা যদি দুটি আসন পায়, তবে আরও একটি রাজ্যে পথ চলা শুরু করবে আপ।

অন্যান্য কটি আসন পেতে পারে উত্তরাখণ্ডে

অন্যান্য কটি আসন পেতে পারে উত্তরাখণ্ডে

আম আদমি পার্টি সেভাবে প্রভাব ফেলতে না পারলেও অন্যান্যরা ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে। এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী অন্যান্যরা পেতে পারে ৫ থেকে ৭টি আসন। তারা যদি সর্বোচ্চ আসন পায়, তবে উত্তরাখণ্ড ত্রিশঙ্কুও হতে পারে। ত্রিশঙ্কু বিধানসভায় তখন অন্যান্য। দলের বিধায়করা কিং-মেকারের ভূমিকা নিতে পারে।

কার কত আসন প্রাপ্তি ২০১৭-তে

কার কত আসন প্রাপ্তি ২০১৭-তে

২০১৭ সালে উত্তরাখণ্ডে বিজেপি একাই পেয়েছিল ৫৭টি আসন। আর কংগ্রেস পেয়েছিল মাত্র ১১টি আসন। নির্দল পেয়েছিল মাত্র দুটি আসন। কংগ্রেসের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিল বিজেপি। পাঁচ বছর পরেই উলট পুরান ঘটতে চলেছে উত্তরাখণ্ডে। এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী বিজেপি সর্বোচ্চ ৩২টি, কংগ্রেস সর্বোচ্চ ৩৮টি আসন পেতে পারে।

Exit Polls 2022: রিপাবলিক ওয়ার্ল্ডের পি-মার্ক বুথ ফেরত সমীক্ষা! পঞ্জাবের ক্ষমতা যেতে চলেছে আপের হাতেExit Polls 2022: রিপাবলিক ওয়ার্ল্ডের পি-মার্ক বুথ ফেরত সমীক্ষা! পঞ্জাবের ক্ষমতা যেতে চলেছে আপের হাতে

English summary
According to ABP-C Voter Exit poll Congress will defeat BJP in Uttarakhand Assembly Election 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X