For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভার আগে দক্ষিণে বড় জয় গেরুয়া বাহিনীর! রোহিত ভেমূলার বিশ্ববিদ্যালয়ে জিতল এবিভিপি

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হল এবিভিপি। দীর্ঘ আটবছর পরে ২০১৮-১৯ সালের জন্য এই জয় পেল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। পাঁচটি গুরুত্বপূর্ণ পদে জয়ী হয়েছে এবিভিপি।

  • |
Google Oneindia Bengali News

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হল এবিভিপি। দীর্ঘ আটবছর পরে ২০১৮-১৯ সালের জন্য এই জয় পেল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। পাঁচটি গুরুত্বপূর্ণ পদে জয়ী হয়েছে এবিভিপি। হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে শেষবার এবিভিপি ক্ষমতায় ছিল ২০০৯-১০-এ।

ছাত্র সংসদের সভাপতি মহিলা

ছাত্র সংসদের সভাপতি মহিলা

২০১৩ সালের পর এবার ছাত্র সংসদের সভাপতি নির্বাচিত হয়েছেন এক মহিলা। নিকটতম প্রতিদ্বন্দ্বী এসএফআই-এর এরাম নবীন কুমারকে ৩৩৪ ভোটে হারিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন, সাইকোলজি পিএইচডির ছাত্রী আরতি নাগপাল।

সহ সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, স্পোর্টস সেক্রেটারি, কালচারাল সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে অমিত কুমার, ধিরাজ সানগোগি. প্রবীণ চৌহান, অরবিন্দ এস কুমার এবং নিখিল রাজ কে।

মতাদর্শগত পরিবর্তন

মতাদর্শগত পরিবর্তন

মতাদর্শগত দিক থেকেও একটা বড় পরিবর্তন ঘটে গিয়েছে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে। এতদিন পর্যন্ত ক্ষমতার দখল ছিল এসএফআই কিংবা এএসএস কিংবা যুগ্মভাবে দুই সংগঠনের হাতে। এবার তা গেল আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপির হাতে।
এবছরে এবিভিপির এটি দ্বিতীয় বড় জয়। এর আগে দিল্লি বিশ্ববিদ্যালয়ে জয়ী হয়েছিচল এবিভিপি। কিন্তু জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হেরে যায় তারা।
প্রসঙ্গত রোহিত ভেমূলাকে নিয়ে একসময় উত্তপ্ত হয়েছিল এই হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়।

এবিভিপির প্রচারে ছিল ক্যাম্পাসের নানা বিষয়

এবিভিপির প্রচারে ছিল ক্যাম্পাসের নানা বিষয়

কেন্দ্রে ক্ষমতাসীন দলকে কেন্দ্র করেই প্রচার চালিয়েছিল এসএফআই এবং ইউডিএ। অন্যদিকে, এবিভিপি ক্যাম্পাস সংক্রান্ত বিভিন্ন বিষয় ছাত্রছাত্রীদের সামনে রেখেছিল। তার মধ্যে ছিল হস্টেলের খাবারের মান, হস্টেলের খারাপ স্যানিটেশনের মতো বিষয়। এছাড়াও লিঙ্গ-বিষম্যের বিষয়টি তো ছিলই।

জোট করে জয় এবিভিপির

জোট করে জয় এবিভিপির

দুই সহযোগী ছাত্র সংগঠনের সঙ্গে জোট করেছিল এবিভিপি। দুই সহযোগী দল হল ওবিসি ফেডারেশন এবং সেভালাল বিদ্যার্থী দল। এসএফআই একাই প্রতিদ্বন্দ্বিতা করেছিল। অন্যদিকে এএসএ অন্য ছটি ছোট ছাত্র সংগঠনের সঙ্গে জোট করে লড়াই করেছিল।

নির্বাচনে জয়ী সভাপতি এবিভিপির আরতি নাগপাল পেয়েছেন ১৬৬৩ ভোট। এসএফআই-এর এরাম নভীন কুমার পেয়েছেন ১৩৪৯ ভোট আর এএসএ নেতৃত্বাধীন ইউডিএ পেয়েছে ৮৪২ ভোট।

English summary
ABVP sweeps University of Hyderabad Students Union election after eight years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X