For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিএইচইউকাণ্ডে এবার আসরে এবিভিপিও, ছাত্রদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদে সামিল

বিএইচইউতে পুলিশ অভিযানের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভে এবার সামিল হল বিজেপির ছাত্র সংগঠনটি, বিএইচইউ-র ঘটনার প্রতিবাদে সোমবারই কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রকের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয় এবিভিপি

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

দেশজুড়ে পর পর কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে হারের পর এবার বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে মাটি শক্ত করার চেষ্টা শুরু করল এবিভিপি। শনিবার রাতে বিএইচইউতে পুলিশ অভিযানের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভে এবার সামিল হল বিজেপির ছাত্র সংগঠনটি। বিএইচইউ-র ঘটনার প্রতিবাদে সোমবারই কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রকের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয় এবিভিপি।

 বিএইচইউকাণ্ডে এবার আসরে এবিভিপিও, ছাত্রদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদে সামিল

এবিভিপি-র জাতীয় মিডিয়া আহ্বায়ক সাকেত বহুগুনা জানিয়েছেন, এবিভিপি-র প্রতিবাদ কারও বিরুদ্ধে নয়, বরং বিএইচইউ-র ছাত্রছাত্রীদের দাবি যাতে পূরণ হয়, তারজন্য এই বিক্ষোভ। সেইসঙ্গে বিএইচইউ-তে লাঠিচার্জের ঘটনায় একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবিও জানিয়েছে গেরুয়া ছাত্র সংগঠনটি। সেইসঙ্গে ছাত্রীদের অভিযোগ পাওয়া সত্ত্বেও কোনও ব্যবস্থা না নেওয়ায় বিএইচইউ কর্তৃপক্ষের বিরুদ্ধেও পদক্ষেপ করার দাবি জানিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।

 বিএইচইউকাণ্ডে এবার আসরে এবিভিপিও, ছাত্রদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদে সামিল

তাহলে কী এবিভিপি বিজেপির বিরুদ্ধে যাবে? এই প্রশ্নের উত্তরে সাকে বহুগুনা জানিয়েছেন, এবিভিপি একটি সিদ্ধান্তমূলক সংগঠন, এই সংগঠন ইস্যুভিত্তিক আন্দোলন করে। তিনি আরও বলেন, এবিভিপি বিজেপির সঙ্গে যুক্ত হলেও সরাসরি বিজেপির ছাত্র সংগঠন নয়, ফলে যেকোনও ইস্যু তুলে ধরার গণতান্ত্রিক অধিকার তাদের রয়েছে বলে জানিয়েছেন তিনি।

অপরদিকে বিএইচইউ কর্তৃপক্ষের দাবি, এই আন্দোলন একেবারেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বারাণসিতে ওই সময়েই প্রধানমন্ত্রীর সফর থাকায় এই আন্দোলনকে ইচ্ছেকৃতভাবে আরও বড় করা হয়েছে।

[আরও পড়ুন: মোদীর সফরকে নিশানা করতেই কি বেনারসে ছাত্র-পুলিশ সংঘর্ষ, কেন রিপোর্ট তলব মুখ্যমন্ত্রী যোগীর][আরও পড়ুন: মোদীর সফরকে নিশানা করতেই কি বেনারসে ছাত্র-পুলিশ সংঘর্ষ, কেন রিপোর্ট তলব মুখ্যমন্ত্রী যোগীর]

English summary
ABVP stands with BHU students protesting against police crackdown on BHU, ABVP protests against Human Resource Development ministry as well.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X