For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর গড়ে চিৎপাত হল এবিভিপি, গুজরাত বিশ্ববিদ্যালয়ে বিজয়কেতন ওড়াল কংগ্রেসের ছাত্র সংগঠন

মোদীর গড়ে চিৎপাত এবিভিপি, গুজরাত বিশ্ববিদ্যালয়ে বিজয়কেতন ওড়াল কংগ্রেসের ছাত্র সংগঠন

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গড়েই হার এবিভিপির। গুজরাত বিশ্ববিদ্যালয়ের সেনেটের নির্বাটন ঠিল। সেই নির্বাচনে কংগ্রেসের ছাত্র সংগঠন আটটি আসনের মধ্যে ৬টি আসন দখল করে। এই জয়ে উৎফুল্ল এনএসইউআই। টুইটে তারা বলেছে, প্রধানমন্ত্রী মোদীর ঘরের শহরই বিজেপিকে ত্যাগ করেছে, তাদের বিভাজনের রাজনীতির কারণে। ইউনাইটেড ইন্ডিয়ার পক্ষেই মত দিয়েছে তারা।

চার বছর পরে নির্বাচন

চার বছর পরে নির্বাচন

চার বছর পরে এই নির্বাচন হয়। রবিবার নির্বাচন হয় গুজরাত বিশ্ববিদ্যালয়ের সেনেটে। গুজরাত কলেজ, আরএইচ প্যাটেল, আরজে টিবরেওয়াল, এইটকে আর্টস, রাষ্ট্রভাষা কলেজ নির্বাটনে অংশ নিয়েছিল।

ভোটদাতা ২২১৮ জন

ভোটদাতা ২২১৮ জন

৩২৭৯ জনের মধ্যে সব মিলিয়ে ২২১৮ জন ভোট দিয়েছিলেন।

 জানুয়ারিতে গুজরাত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে জিতেছিল এসএফআই

জানুয়ারিতে গুজরাত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে জিতেছিল এসএফআই

এর আগে গত জানুয়ারিতে গুজরাত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে জিতেছিল এসএফআই। এবিভিপিকে পরাস্ত করেছিল তারা।

উঠছে নানা প্রশ্ন

উঠছে নানা প্রশ্ন

প্রশ্ন উঠেছে এনআরসি, সিএএ-সহ মূল্যবৃদ্ধির মতো ইস্যুগুলির প্রভাব কি ধীরে ধীরে পড়তে শুরু করেছে মোদীর রাজ্য গুজরাতে।

English summary
ABVP looses to NSUI in Gujarat University student elections. NSUI bagged 6 out nof 8 seats.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X