For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর রাজ্যে এবিভিপির কালি! অসুস্থ অধ্যাপক ভর্তি হাসপাতালে

মোদীর রাজ্যে অধ্যাপকের মুখে কালি।ক্রান্তিগুরু শ্যামজি কৃষ্ণ ভার্মা কচ্ছ বিশ্ববিদ্যালয়ে সেনেট নির্বাচনকে ঘিরে গণ্ডগোল শুরু হয়।বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যেই অধ্যাপক গিরিন বক্সির মুখে কালি দেওয়া হয়

  • |
Google Oneindia Bengali News

মোদীর রাজ্যে অধ্যাপকের মুখে কালি। মঙ্গলবার ক্রান্তিগুরু শ্যামজি কৃষ্ণ ভার্মা কচ্ছ বিশ্ববিদ্যালয়ে সেনেট নির্বাচনকে ঘিরে গণ্ডগোল শুরু হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যেই অধ্যাপক গিরিন বক্সির মুখে কালি মাখানো হয়। শাসকদলের ছাত্র সংগঠন এবিভিপি এই ঘটনায় জড়িত বলে অভিযোগ। এদিকে কালিতে থাকা রাসায়নিকের জেরে অসুস্থ অধ্যাপককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গিয়েছে।

মোদীর রাজ্যে এবিভিপির কালি! অসুস্থ অধ্যাপক ভর্তি হাসপাতালে

কচ্ছ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চন্দ্রসিন জাদেজা জানিয়েছেন, ক্লাসে পড়ানোর সময় এবিভিপির সমর্থকরা হামলা চালায়। অধ্যাপক গিরিন বক্সিকে ক্লাস থেকে টেনে বের করে তাঁর মুখে কালি মাখানো হয়। এই অবস্থায় তাঁকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের ঘর পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়। এরপর উপাচার্যের ঘরের সামনে একঘণ্টা ধরে ঘেরাও চলে।

এবিভিপির অভিযোগ, সেনেট নির্বাচনে সেসব ফর্ম তাদের দলের সমর্থকরা জমা দিয়েছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে অধ্যাপক বক্সি নির্দিষ্টভাবে কিছু ফর্ম বাতিল করেছেন। যদিও প্রাথমিক ভাবে দেখা গিয়েছে, এবিভিপির এই অভিযোগ ভিত্তিহীন। যেসব ফর্মগুলি বাতিল করা হয়েছে, তা আইন অনুযায়ী করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। উপাচার্য জানিয়েছেন, বিষয়টি নিয়ে মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ শুনানি-বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই এবিভিপির সমর্থকরা হামলা চালায় এবং অধ্যাপক বক্সিকে মারধর করে।

ইনস্পেক্টর বিক্রম কোঠিয়া জানিয়েছেন, অভিযুক্ত সবাই এবিভিপির সঙ্গে যুক্ত। তারা অধ্যাপক বক্সির ক্লাসে ঢুকে ফর্ম বাতিল করার কারণ জানতে চায়। যখন অধ্যাপক তাদের বাইরে অপেক্ষা করতে বলেন, এবং জানান বিষয়টি নিয়ে নির্দিষ্ট সময়ে শুনানি হবে। সেই সময় হামলাকারীরা অধ্যাপককে ক্লাস থেকে টেনে বের করে এবং তাঁর মুখে কালি মাখিয়ে দেয়। এরপর ওই অধ্যাপককে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয় রেজিস্ট্রারের ঘরের দিকে। যদি তাদের দাবি মানা না হয়, তাহলে রেজিস্ট্রারের পরিস্থিতি ওই অধ্যাপকের মতো হবে বলে হুমকি দেয়।

ঘটনার পরেই অধ্যাপক গিরিন বক্সিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কালিতে থাকা রাসায়নিকের জেরে তার মুখে ইনফেকশন হয়ে যায় বলে জানা গিয়েছে।

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভ কাউন্সিলের জরুরি বৈঠক এবিভিপির এই কাজের কঠোর সমালোচনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তরফ থেকে সর্বসম্মতভাবে ঘটনার কড়া নিন্দা করা হয়েছে।

ভারতীয় দণ্ডবিধির ৩২৬, ৩৩২ ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ভুজ বি ডিভিশন পুলিশ। এছাড়াও অভিযুক্তদের বিরুদ্ধে দাঙ্গার অভিযোগও দায়ের করা হয়েছে।

অধ্যাপক গিরিন বক্সি কচ্ছ বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর। বিশ্ববিদ্যালয়ের রয়াসন বিভাগের প্রধানও তিনি। তাঁকেই ২২ জুলাই বিশ্ববিদ্যালয়ের তরফে সেনেট নির্বাচনের জন্য ভোটার লিস্ট তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল।

English summary
ABVP activists assault Kachchh University professor, blacken face
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X