For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'৩৭০ ধারার অবলুপ্তি একটি ঐতিহাসিক ঘটনা ', ফের সরব হয়ে সেনা দিবসে নারাভানে আরও যা বললেন

১ জানুয়ারি দায়িত্বভার গ্রহণ করার পরই তিনি বলেছিলেন , সেনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মানবাধিকার রক্ষা করা।

  • |
Google Oneindia Bengali News

সেনা প্রধান হিসাবে দায়িত্বভার গ্রহণ করার পরই তিনি বলেছিলেন, সেনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মানবাধিকার রক্ষা করা। এরপরই জাতীয় সেনা দিবসে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন হতেই ভারতীয় সেনা প্রধান এমএম নারাভানে মুখ খুললেন কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার প্রসঙ্গ নিয়ে।

আর্টিক্যাল ৩৭০ নিয়ে মুখ খুললেন সেনা প্রধান

আর্টিক্যাল ৩৭০ নিয়ে মুখ খুললেন সেনা প্রধান

কাশ্মীর জুড়ে যে 'মেকি যুদ্ধ' -এর আবহ ছিল তা বন্ধ করেছে ৩৭০ ধারার অবলুপ্তি। এমনই দাবি দেশের সেনা প্রধান এমএম নারাভানে। তিনি বলেন,' আর্টিক্যাল ৩৭০ ধারার অবলুপ্তি একটি ঐতিহাসিক ঘটনা।' প্রসঙ্গত, এদিন জাতীয় সেনা দিবসের এক অনুষ্ঠানে এমন বক্তব্য রাখেন সেনা প্রধান নারাভানে। তিনি বলেন, দেশের বাকি অংশের সঙ্গে এবার কাশ্মীর জুড়ে যেতে পারবে এই সিদ্ধান্তের মাধ্যমে।

'জিরো টলারেন্স' ও নারাভানে

'জিরো টলারেন্স' ও নারাভানে

আগের বক্তব্যে আটল থেকে আজও সেনা দিবসের অনুষ্ঠানে নারাভানে জানিয়ে দিয়েছেন, 'সন্ত্রাসবাদ নিয়ে আমাদের জিরো টলারেন্স রয়েছে। সন্ত্রাস রোখার জন্য আমাদের প্রচুর পন্থা রয়েছে। আর সেই সমস্ত পন্থা কাজে লাগাতে আমরা পিছপা হব না। 'উল্লেখ্য, সন্ত্রাসবাদ নিয়ে নবনিযুক্ত সেনা প্রধান আগেও এমনই এক বার্তা দিয়েছেন।

পাকিস্তানের বিরুদ্ধে হুঁশিয়ারি সেনা প্রধানের

পাকিস্তানের বিরুদ্ধে হুঁশিয়ারি সেনা প্রধানের

কয়েকদিন আগেই উপত্যকার বুকে এক মালবাহী ভারতীয়ের মুণ্ডচ্ছেদ করা দেহ উদ্ধার হয়েছে। আর তার অভিযোগ পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধেই উঠেছে। সেই ঘটনা নিয়ে ভারতীয় সেনা প্রধান তাঁর সাফ বার্তায় জানিয়েছিলেন যে এমন ঘটানর জবাব 'উপযুক্ত' পদ্ধতিতে দেবে ভারতীয় সেনা।

 সেনা দিবস

সেনা দিবস

এদিন ৭২ তম সেনা দিবস পালন করছে ভারত। প্রতিবছরের মতো এবারেও ১৫ জানুয়ারি সাড়ম্বরে পালিত হচ্ছে সেনা দিবস। এই দিনেই ১৯৪৯ সালে লেফটনেন্ট জেনারেল করিয়াপ্পা ভারতীয় সেনার কমান্ডার ইন চিফের দায়িত্ব গ্রহণ করেন।

জাতীয় মহিলা কমিশনের দ্বারস্থ জেএনইউতে হিংসার ঘটনায় জড়িত কোমল শর্মাজাতীয় মহিলা কমিশনের দ্বারস্থ জেএনইউতে হিংসার ঘটনায় জড়িত কোমল শর্মা

English summary
Abrogation of Article 370 ‘Historic says Indian Army Cheif Nravane on Amy day.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X