For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছত্তিশগড়ে দুর্গ টিকিয়ে রাখবে বিজেপি, ক্ষমতায় থাকবেন রমন সিং-ই, বলছে সমীক্ষা

ছত্তিশগড়ে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া থাকলেও বিজেপি এই রাজ্যে ফের একবার ক্ষমতা ধরে রাখতে পারবে বলে মনে করছে এবিপি নিউজের সমীক্ষা।

  • |
Google Oneindia Bengali News

ছত্তিশগড়ে ১২ ও ২০ নভেম্বর দুই দফায় ভোট হবে। মাও অধ্যুষিত এই রাজ্যে বেশ কিছুদিন হল বিজেপি ক্ষমতায় রয়েছে। প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া থাকলেও বিজেপি এই রাজ্যে ফের একবার ক্ষমতা ধরে রাখতে পারবে বলে মনে করছে এবিপি নিউজের সমীক্ষা। অর্থাৎ ফের একবার রমন সিংয়ের নেতৃত্বে সরকার তৈরি হবে। কংগ্রেস ও বিরোধীদের আলাদা লড়াই বিজেপিকে এই রাজ্যে অক্সিজেন দিল বলে মনে করা হচ্ছে।

এগোবে বিজেপি

এগোবে বিজেপি

ছত্তিশগড়ে মোট ৯০টি বিধানসভা আসন। এর মধ্যে বিজেপি ৫৬টিতে জয় পাবে বলে মনে করা হচ্ছে। যা আগের বারের ভোটের চেয়ে বেশি। সেবা বিজেপি ৪৯টি আসন পেয়েছিল। এবার সেই সংখ্যাকেও ছাপিয়ে যাবে।

কংগ্রেসের আসন কমবে

কংগ্রেসের আসন কমবে

অন্যদিকে বিরোধী কংগ্রেস আগের বারের চেয়ে এবার অনেক কম আসন পাবে বলে সমীক্ষা বলছে। কংগ্রেস গত ভোটে পেয়েছিল ৩৯টি আসন। এবার ১৪টি কমে পাবে ২৫টি আসন। এর পাশাপাশি জনতা দল কংগ্রেস ও বিএসপি জোট ৯টি আসন পেতে পারে বলে মনে করা হচ্ছে।

ভোট শেয়ারেও এগিয়ে বিজেপি

ভোট শেয়ারেও এগিয়ে বিজেপি

ছত্তিশগড়ে বিজেপি এবছর পেতে পারে ৪৩ শতাংশ ভোট শেয়ার। কংগ্রেস পেতে পারে ৩৬ শতাংশ ভোট শেয়ার। আর বসপা জোট পেতে পারে ১৫ শতাংশ ভোট শেয়ার। অর্থাৎ ভোট শেয়ারেও কংগ্রেস এগিয়ে রয়েছে।

English summary
ABP News opinion poll predicts BJP's victory in Chhattisgarh Assembly Election 2018
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X