For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরাখণ্ড কি হাতছাড়া হবে বিজেপির? মণিপুরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত এবিপি সি ভোটারের সমীক্ষায়

উত্তরাখণ্ড কি হাতছাড়া হবে বিজেপির? মণিপুরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত এবিপি সি ভোটারের সমীক্ষায়

Google Oneindia Bengali News

হাতে গোনা কয়েকটা দিন পরেই ৫ রাজ্যের বিধানসভা ভোট। এবিিপ সি ভোটার সমীক্ষায় উত্তরাখণ্ড এবং মণিপুরের ভোট নিয়ে কংগ্রেস এবং বিজেপির হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত।

৫ রাজ্যের বিধানসভা ভোট

৫ রাজ্যের বিধানসভা ভোট

করোনা আবহেই ফের ৫ রাজ্যের বিধানসভা ভোট। দিনক্ষণ ঘোষণা করে ফেলেছে নির্বাচন কমিশন। ফেব্রুয়ারি মাসেই ভোট মিটিয়ে মার্চ মাসে ফলাফল প্রকাশ করে ফেলবে কমিশন। কাজেই মার্চ মাসের মধ্যেই সরকার গঠন হয়ে যাবে ৫ রাজ্যে। তবে করোনা আবহের কারণে মিটিং মিছিলে রাশ টেনেছে নির্বাচন কমিশন। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত ভোটমুখী সব রাজ্যে রাজনৈতিক মিটিং মিছিল সমাবেশের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই আগে থেকে সতর্কতা হিসেবে কমিশনের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

উত্তারখণ্ডে কার পাল্লা ভারী

উত্তারখণ্ডে কার পাল্লা ভারী

উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে একটু চাপে রয়েছে বিজেপি। এরই মধ্যে বিজেপির অন্দরে যে দ্বন্দ্ব রয়েছে তা প্রকাশ্যে এসে পড়েছে। কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হরিশ রাওয়াতের সমর্থনে রয়েছে ৩৭ শতাংশ ভোটার। অন্যদিকে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী পুস্কর সিং ধামির সমর্থনে রয়েছে ২৯ শতাংশ ভোটার এমনই মনে করছে এবিপি সি ভোটার সমীক্ষা। ২০২১ সালের পর থেকে হরিশ রায়াতের সমর্থকের সংখ্যা বেড়েছে উত্তরাখণ্ডে। বিজেপি েযভাবে পর পর তিনটি মুখ্যমন্ত্রী বদল করেছে তাতেই স্পষ্ট হয়ে গিয়েছে দলের অন্দরে। কাজেই বিজেপির যে সুবিধাজনক অবস্থানে নেই উত্তরাখণ্ডে তা স্পষ্ট হয়ে গিয়েছে। কাজই এবিপি সি ভোটার সমীক্ষা বলছে এবারে বিধানসভা ভোটে উত্তরাখণ্ড হাতছাড়া হতে পারে বিজেপির।

মণিপুরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত

মণিপুরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত

আরেক ভোটমুখী রাজ্য উত্তরাখণ্ড। সেখানেও হাড্ডা হাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে এবিপি সি ভোটার সমীক্ষা। ভোট ভাগাভাগির যে হিসেব দিয়েছে তারা তাতে ৩৬ শতাংশ বিজেপির এবং ৩৩ শতাংশ কংগ্রেসের দেখানো হয়েছে। অর্থাৎ যাকে বলে বিজেপির ঘাড়ে শ্বাস ফেলবে কংগ্রেস। ২৫টি আসন কংগ্রেস পাবে বলে ইঙ্গিত দিয়েছে এবিপি সি ভোটার সমীক্ষা। কাজেই সরকার গঠনের সম্ভাবনা রয়েছে এবিপি সি ভোটারের সমীক্ষা রিপোর্টে। কাজেই বিজেপি উত্তর পূর্বের এই রাজ্যে খুব একটা ভাল অবস্থানে নেই।

ভোটের তোরজোর

ভোটের তোরজোর

ইতিমধ্যেই একাধিকবার ভোটের প্রচারে উত্তরাখণ্ডে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরাখণ্ডে উন্নয়নের কথা বলে কংগ্রেসকে নিশানা করেছেন। কংগ্রেস এতদিন উত্তরাখণ্ডের দিকে তাকায়নি বলে অভিযোগ করেছেন মোদী। মণিপুরে গিয়েও তিনি অভিযোগ করেছেন কংগ্রেস উত্তর পূর্বের রাজ্যগুলির দিকে কোনও দিনই তাকায়নি। একমাত্র বিজেপি ক্ষমতায় আসার পর উত্তর পূর্বের রাজ্যগুলির দিকে তাকিয়েছে। উত্তর পূর্বের রাজ্যগুলির উন্নয়নের পথ প্রশস্ত করেছে।

English summary
ABP C Voter Survey
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X