For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৮-৪৪ বছর বয়সীদের টিকা করণ নিয়ে বড় ঘোষণা কো-উইন প্রধানের, কী জানালেন আর এস শর্মা

১৮-৪৪ বছর বয়সীদের টিকা করণ নিয়ে বড় ঘোষণা কো-উইন প্রধানের, কী জানালেন আর এস শর্মা

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের টিকাকরণ নিয়ে বড় ঘোষণা করলেন কো উইন প্রধান। তিনি জানিয়েছেন ১৮ থেকে ৪৪ বছর বয়সীরা নিজের পছন্দের করোনা টিকা নিতে পারবেন। ১মে অর্থাৎ আগামিকাল থেকে শুরু হচ্ছে গোটা দেশে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের করোনা টীকাকরণ। কো-ভ্যাকসিন এবং কোভিশিল্ড উভয় টিকাই নিতে পারবেন তাঁরা। নিজের পছন্দ মতো টিকা বাছাই করতে পারবেন তাঁরা।

করোনা আবহে কুম্ভ মেলার আয়োজন, উত্তরাখণ্ড সরকারের সমালোচনায় হাইকোর্টকরোনা আবহে কুম্ভ মেলার আয়োজন, উত্তরাখণ্ড সরকারের সমালোচনায় হাইকোর্ট

আগামিকাল থেকে ১৮ বছরের উর্ধ্বে টিকাকরণ

আগামিকাল থেকে ১৮ বছরের উর্ধ্বে টিকাকরণ

আগামিকাল থেকে শুরু হচ্ছে দেশে ১৮ বছরের উর্ধ্বে সকলের করোনা টিকাকরণ। করোনা সংক্রমণ ভয়াবহ আকার নেওয়ার পরেই আঠেরো বছরের উর্ধ্বে সকলের করোনা টিকাকরণে অনুমতি দিয়েছে কেন্দ্র। গত ৩০ এপ্রিল থেকে ৪৫ বছরের উর্ধ্বে থাকা সকলের করোনা টিকাকরণ শুরু হয়েছিল। তার সঙ্গে স্বাস্থ্যকর্মীদেরও করোনা টিকাকরণ করানো হয়। তারপরেই করোনার সেকেন্ড ওয়েভের ভয়াবহতা রুখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

টীকাকরণ নিয়ে বড় ঘোষণা

টীকাকরণ নিয়ে বড় ঘোষণা

ঠিক আগের দিন করোনা টীকাকরণ নিয়ে বড় ঘোষণা করেছেন কো-ইউনের প্রধান আর এস শর্মা। তিনি জানিয়েছেন, যে কোনও বেসরকারি হাসপাতালে কো- ভ্যাকসিন এবং কোভিশিল্ড ডোজ পাওয়া যাচ্ছে। কারা কোন ভ্যাকসিন নিতে চান সেটা সেখানে গিয়ে জানােলই হবে। সরকারি হাসপাতালের সঙ্গে বেসরকারি হাসপাতালেও চলবে এই করোনা টীকাকরণ।

বিপুল রেজিস্ট্রশন

বিপুল রেজিস্ট্রশন

করোনার টীকাকরণের জন্য গত ২৮ তারিখ থেকে কো উইন অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ২৮ তারিখ বিকেল ৪টে থেকে শুরু হয় করোনা রেজিস্ট্রেশন। প্রথমেই ক্র্যাশ করে গিয়েছিল অ্যাপ। কয়েক ঘণ্টা পরে ফের স্বাবভাবিক হয়। প্রথম দিনেই প্রায় ১৭ লক্ষেরও বেশি মানুষ কো-ইউন অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করেন। আগামিকাল থেকে ধাপে ধাপে শুরু হবে টিকাকরণ প্রক্রিয়া।

সরকারি হাসপাতালে বিনামূল্য ভ্যাকসিন

সরকারি হাসপাতালে বিনামূল্য ভ্যাকসিন

সরকারি হাসপাতালগুলিতে বিনামূল্যে টিকা পাওয়া যাবে। এছাড়া বাইরে থেকে কিনতে হলে ২৫০ টাকা দাম দিতে হবে টীকার জন্য। প্রস্তুতকারী সংস্থাগুলি বেসরকারি হাসপাতালগুলিকে করোনা টিকা বিক্রি করতে শুরু করেছে। তবে করোনা টীকার দাম এত কেন বেশি করা হয়েছে তা নিয়ে কেন্দ্রকে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে।

English summary
Above 18 years can choose their Corona vaccine says Co-Win Chief
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X